যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ‘আনন্দমেলা’র আয়োজন করেছিল সেখানকার বাঙালি সম্প্রদায়। সেই অনুষ্ঠানে বাংলাদেশের ‘সেরা নৃত্যশিল্পী’ হিসেবে পুরস্কার পেয়েছেন তরুণ নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার মোফাসসাল আলিফ। গত ১৯ ও ২০ জুলাই অনুষ্ঠিত হয় ক্যালিফোর্নিয়ার বাংলা কমিউনিটির সবচেয়ে বড় এই আয়োজন।
আনন্দমেলায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মাইকেল এম. ভার্গাস। বাংলাদেশ থেকে এতে অংশ নেন শিল্পী প্রীতম হাসান, প্রতীক হাসান, কিশোর, চিত্রনায়ক জায়েদ খান, অভিনয়শিল্পী পারসা ইভানা, নীল হুর এ জাহান, মৌসুমী মৌ, কৌতুক অভিনেতা আবু হেনা রনি, নৃত্যশিল্পী আবু নাঈম, ইচ্ছা প্রমুখ। প্রতিক্রিয়া জানিয়ে লস অ্যাঞ্জেলেস থেকে আলিফ জানান দ্বিতীয়বারের মতো এ পুরস্কার পেয়ে ভীষণ ভালো লাগছে তার।
‘আলিফিয়া ড্যান্স অ্যাটেলিয়র’ নামে একটি সমসাময়িক ড্যান্স স্কুল পরিচালনা করেন আলিফ। সেখানে আধুনিক নৃত্য শেখানো হয়। এরই মধ্যে অনেক অভিনয়শিল্পী ও মডেলকে সমসাময়িক নৃত্যের প্রশিক্ষণ দিয়েছেন আলিফ। কোরিওগ্রাফি করেছেন বেশ কয়েকটি সিনেমায়। আরও ভালো কাজে প্রেরণা জোগাতে প্রতিশ্রুতিশীল এই তরুণকে পুরস্কৃত করা হয়েছে বলে জানান আনন্দমেলা কর্তৃপক্ষ।
২০১৭ সাল থেকে লস অ্যাঞ্জেলেসে বসবাসরত বাংলাদেশি বাঙালি সম্প্রদায় আনন্দমেলা উৎসব আয়োজন করে আসছে। সেখানে যোগ দিতে প্রায় নিয়মিত যাচ্ছেন বাংলাদেশের শিল্পীরা।