উইয়র্কে রাজনৈতিক চাপের মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কের আইনশৃঙ্খলা সংস্থাগুলোর জন্য $১৮৭ মিলিয়ন সন্ত্রাসবিরোধী তহবিল পুনঃস্থাপন করেছেন। পূর্বে এই তহবিল কেটে দেওয়া হয়েছিল, যা রাজ্য ও শহরের নিরাপত্তা কার্যক্রমে বিশাল প্রভাব ফেলতে পারত।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, পুনঃস্থাপিত তহবিল এনওয়াইপিডি, এফডিএনওয়াই, পোর্ট অথরিটি এবং অন্যান্য নিউইয়র্ক রাজ্যের সংস্থাগুলোকে সন্ত্রাসবিরোধী কার্যক্রম চালাতে সহায়তা করবে। এই তহবিলের মাধ্যমে এনওয়াইপিডি’র বোমা স্কোয়াড, সংবেদনশীল এলাকা সুরক্ষার জন্য সশস্ত্র প্যাট্রোল, রেডিয়েশন সনাক্তকরণ, গোয়েন্দা বিশ্লেষণ, ক্যামেরা সিস্টেম এবং সক্রিয় শুটার প্রশিক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম চালানো হয়।
গভর্নর ক্যাথি হোকুল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, আমি আনন্দিত ট্রাম্প আমাদের আহ্বান শুনেছেন। এর ফলে এনওয়াইপিডি, এফডিএনওয়াই এবং রাজ্যের অন্যান্য ফার্স্ট রেসপন্ডাররা নিরাপদে কাজ চালিয়ে যেতে পারবে।
তিনি আরও বলেন, এটি আমাদের রাজ্যের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সিনেটর চাক শুমার এই তহবিল কাটার প্রচেষ্টাকে ‘নিউইয়র্ককে লক্ষ্য করে করা একটি ব্যর্থ প্রয়াস’ আখ্যায়িত করেছেন। শুমার জানান, তারা বিভিন্ন সূত্রের মাধ্যমে হোমল্যান্ড সিকিউরিটি ও বিচার বিভাগের সঙ্গে যোগাযোগ করে এই তহবিলের গুরুত্ব তুলে ধরেছেন।
নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ এবং মেয়র এরিক অ্যাডামস পূর্বে এই তহবিল কাটার পরিকল্পনাকে শহরের নিরাপত্তার জন্য বিপজ্জনক উল্লেখ করেছিলেন। টিশ বলেন, যদি এই তহবিল কাটার সিদ্ধান্ত কার্যকর হতো, তা শহরের সন্ত্রাসবিরোধী গোয়েন্দা কার্যক্রমে ব্যাপক ক্ষতি হতো এবং নিউইয়র্কের নিরাপত্তা হুমকির মুখে পড়ত।
কিছু রাজ্য ও শহরের আইনপ্রণেতা এবং নাগরিকরা এই তহবিল কাটাকে রাজনৈতিক রোস্টার হিসেবে দেখেছিলেন। এমনকি ট্রাম্পের দাবি, তিনি পূর্বেই এই প্রস্তাব অনুমোদন করেননি এবং হোচুল ফোন করে আপত্তি জানানোর পর বিষয়টি নজরে আসে।
যদিও নিউইয়র্কসহ অন্যান্য ডেমোক্র্যাট শাসিত রাজ্যের জন্য অবকাঠামো ও অন্যান্য তহবিল কাটা এখনও কার্যকর রয়েছে, এই পদক্ষেপ নিউইয়র্কের নাগরিকদের জন্য স্বস্তির বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।