অর্থনীতিবিদরা হঠাৎ এত সংখ্যক বাড়ি ক্রয়-বিক্রয়ের বিষয়টিকে বিচ্ছিন ঘটনা হিসেবেই দেখছেন।
আমেরিকায় চলতি বছরের আগস্ট মাসে একক পরিবারের নতুন বাড়ি বিক্রির হার ২০.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বার্ষিক হিসাবে যা ৮০ হাজার ইউনিটে পৌঁছেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন জানায়, বিগত সাড়ে তিন বছরের মধ্যে এটি দেশটির সর্বোচ্চ সংখ্যক বাড়ি বিক্রির রেকর্ড। এর আগে ২০২২ সালের শুরুর দিকে সবচেয়ে বেশি বাড়ি বিক্রি হয়।
বিশ্লেষকরা বলছেন, বাড়ি নির্মাতাদের দাম কমানো, বিক্রয় প্রণোদনা, সুদের হার কমানোর সঙ্গে সঙ্গে ঋণের খরচ কমে যাওয়ায় বাড়ি কেনা অনেকের ক্রয়ক্ষমতার ভেতর চলে এসেছে।
চলতি মাসে ৩৯ শতাংশ বাড়ি নির্মাণ ক্রেতা দাম কমিয়েছেন। করোনা মহামারীর পরে এটিই নির্মাতাদের সর্বোচ্চ ছাড়।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, অ্যামেরিকায় বাড়ি নির্মাণ শিল্পের মাত্র ১৪ শতাংশ একক পরিবারের নতুন নির্মিত বাড়িগুলো দখল করে আছে। এর বাইরেও অনেক সম্ভাব্য বাড়ি কেনার ক্রেতা রয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন জানায়, তবে অর্থনীতিবিদরা হঠাৎ এত সংখ্যক বাড়ি ক্রয়-বিক্রয়ের বিষয়টিকে বিচ্ছিন ঘটনা হিসেবেই দেখছেন।