ব্রুকলিনের একটি বাড়িতে ঢুকে নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি-এনওয়াইসিএইচএর কর্মী পরিচয় দিয়ে ২৫ বছর বয়সী এক নারীর কাছ থেকে দুই লাখ ডলারের মতো মূল্যের গয়না ছিনতাই করেছেন দুই ব্যক্তি।
পুলিশ সোমবার এ তথ্য জানিয়েছে বলে উল্লেখ করেছে এনওয়াই ডেইলি নিউজ।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, গত ১১ আগস্ট সকালে পৌনে ৯টার দিকে এনওয়াইসিএইচএর কর্মী সেজে সাটার ও ইউক্লিউ অ্যাভিনিউর কাছে সাইপ্রেস হিলসে সরকারি আবাসন প্রকল্পের বাড়িটিতে প্রবেশ করেন দুই ব্যক্তি। তারা বাড়িতে থাকা নারীর দিকে অস্ত্র তাক করেন। এরপর তারা বাড়িটিতে থাকা নগদ সাত হাজার ডলার এবং দামি গয়না চুরি করেন।
বাড়িতে থাকা নারী আহত হননি। গয়না চোরদ্বয় রয়েছেন ধরাছোঁয়ার বাইরে।
পুলিশ জানায়, চুরি করতে যাওয়া দুই ব্যক্তির একজনের পরনে ছিল সবুজ সুইটশার্ট ও সুইটপ্যান্ট। অন্যজনের গায়ে ছিল নীল সোয়েটার।
এ বিষয়ে এনওয়াইসিএইচএর এক মুখপাত্র জানান, কোনো বাসায় প্রবেশের আগে নিজেদের পরিচয় দিতে হবে সংস্থার সব কর্মীকে। কাজে থাকার সময় তাদের সবসময় আইডি কার্ড পরে থাকতে হবে।
দুই প্রতারকের ছবি প্রকাশ করেছে পুলিশ। বাহিনীর পক্ষ থেকে চুরি সংক্রান্ত যেকোনো তথ্য ক্রাইম স্টপার্সের (৮০০) ৫৭৭-টিআইপিএস নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে।
তথ্যদাতার কলের বিষয়টি গোপন রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।