নিউইয়র্কের ব্রুকলিন-কুইন্স এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক এনওয়াইপিডি কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার সকালে দায়িত্ব পালনকালে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তাকে ধাক্কা দেয় এক গাড়িচালক। ঘটনাটি ঘটার পরপরই চালক দ্রুত পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, এটি একটি হিট অ্যান্ড রান ঘটনা। ইতোমধ্যে ওই চালককে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। সূত্রমতে, নিহত পুলিশ কর্মকর্তা মোটরসাইকেলে টহল দিচ্ছিলেন।
নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে নিহত কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। তবে এই ঘটনায় এনওয়াইপিডির সদস্যরা শোকাহত এবং দোষী চালককে দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন কর্মকর্তারা।