কুইন্সে দম্পতিকে হত্যার পর বাড়িতে আগুন

সন্দেহভাজনের খোঁজে পুলিশ
ডেস্ক রিপোর্ট
  ১০ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫০
আপডেট  : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫২

নিউ ইয়র্ক সিটির কুইন্সে বৃদ্ধ এক দম্পতিকে হত্যার পর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় সন্দেহভাজনকে খুঁজছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
নৃশংসতার শিকার ওই দম্পতি হলেন ৭৬ বছর বয়সী ফ্র্যাংক ওল্টন ও তার ৭৭ বছর বয়সী স্ত্রী মরিন ওল্টন।
এনওয়াইপিডির বরাতে এবিসি নিউজ জানায়, এ ঘটনায় জামেল ম্যাকগ্রিফ নামের ৪২ বছর বয়সী সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত ম্যাকগ্রিফের একটি ছবি এরই মধ্যেই প্রকাশ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানান, সোমবার ওল্টন দম্পতির সন্তান ও ফায়ার ডিপার্টমেন্টের প্যারামেডিক অ্যালার্ম সিস্টেমের মাধ্যমে সতর্কবার্তা পেয়ে বাড়িটিতে যান।
প্রায় পুড়ে যাওয়া বাড়ির ভেতরের বেজমেন্টে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় ফ্র্যাংক ওল্টনের মরদেহ শনাক্ত করে পুলিশ। তার শরীরে মেলে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন। অন্যদিকে বাড়ির প্রথম তলায় পড়ে থাকা মরিন ওল্টনের শরীরের বেশির ভাগ অংশই ছিল পুড়ে যাওয়া।
হত্যার আগে অভিযুক্ত ব্যক্তি চার থেকে পাঁচ ঘণ্টা বাড়ির ভেতর অবস্থান করেন বলে জানান এনওয়াইপিডির গোয়েন্দারা।
তাদের ভাষ্য, ম্যাকগ্রিফ ডাকাতির উদ্দেশ্যে ওই বাড়িতে অবস্থান নেন।
বেলা তিনটার দিকে ম্যাকগ্রিফকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।
সন্দেহভাজন ম্যাকগ্রিফের সঙ্গে নিহত দম্পতির জ্ঞাত ব্যক্তিগত পরিচয় ছিল না।
ম্যাকগ্রিফের বিরুদ্ধে এর আগেও ডাকাতি , যৌন সহিংসতার মতো অপরাধের অভিযোগ রয়েছে বলে জানান এনওয়াইপিডি কমিশনার।