দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন হয়েছে ইতিহাসের ভয়াল নাইন ইলেভেন সন্ত্রাসী হামলার ২৪ বছর পূর্তি।
নিউ ইয়র্কের নাইন ইলেভেন মেমোরিয়ালে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানো হয় ২০০১ সালের এ দিনের হামলায় নিহত ব্যক্তিদের।
রাজনৈতিক নেতাদের পাশাপাশি এ আয়োজনে যোগ দেন বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যটকও।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি ইউটা ইউনিভার্সিটিতে নিহত চার্লি কার্কের পরিবারকে সমবেদনা জানাতে যান।
কর্মসূচিতে আসা লোকজন শোককে শক্তিতে রূপ দিয়ে আগামীতে আরও ঐক্যবদ্ধ অ্যামেরিকার প্রত্যয় ব্যক্ত করেন।
২০০১ সালে ঘটে যাওয়া ভয়াল সে স্মৃতির কথা এখনও ভুলতে পারেননি ফায়ার ডিপার্টমেন্টের সেচ্ছাসেবক হিসেবে কাজ করা এক ব্যক্তি।
সকাল ৮টা ৪৬ মিনিটে প্রথম নীররতা পালনের মধ্য দিয়ে এ সময়ের স্মৃতিচারণ শুরু হয়। পুলিশের কুচকাওয়াজ আর বিউগলের করুণ সুরে ওই সময় বিষাদময় পরিবেশের সৃষ্টি হয়।
এরপর একে একে পাঠ করা হয় ম্যানহাটনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দুটি বিমান হামলায় নিহত ২ হাজার ৯৭৭ জনের প্রত্যেকের নাম।
শ্রদ্ধা জানাতে যোগ দেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল, নিউ জার্সির গভর্নর ফিল মারফি, সিটি মেয়র এরিক অ্যাডামস, মেয়র প্রার্থী জোরান মামদানি ও অ্যান্ড্রু কুওমো।
গত সপ্তাহে সড়ক দুর্ঘটনায় আক্রান্ত সাবেক মেয়র রুডি জুলিয়ানি আসেন হুইল চেয়ারে চড়ে। ছিলেন এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেলও।
ওই সময় বিপুলসংখ্যক সাধারণ মানুষ শ্রদ্ধা জানান ভয়াল এ হামলায় নিহতদের।
ঘটনার শিকার হয়েও যারা জীবিত আছেন, তাদের একজন টিবিএন টোয়েন্টিফোর নিউজ নেটওয়ার্কের কাছে নিজের ক্ষোভের কথা তুলে ধরেন।
মেমোরিয়ালের দুই পুলের পাশে নিহত ব্যক্তিদের স্মরণ করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বজনরা।
প্রতি বছরই তারা এখানে শ্রদ্ধা জানাতে আসেন বলে জানান।
তথ্যসূত্র:টিবিএন