এয়ারবিএনবির ভাড়া করা বাড়িতে হাউস-পার্টি, বন্দুক হামলায় আহত ৯

ডেস্ক রিপোর্ট
  ০৪ নভেম্বর ২০২৫, ০০:০১


এবিসি নিউজ জানায়, রবিবার শহরের বাথ টাউনশিপ এলাকায় এ বন্দুক হামলার ঘটনা ঘটে।
সংবাদমাধ্যমটির খবরে আরও বলা হয়, পার্টির জন্য বাড়িটি অনলাইন প্লাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া করা হয়েছিল।
এ ঘটনায় এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে এয়ারবিএনবি।
ওই বিবৃতিতে বলা হয়, ‘ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বাথ টাউশিপ পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছে। বন্দুক হামলায় জড়িত সন্দেহভাজনদের বিচারের আওতায় আনতে আমরা পুলিশের সঙ্গে কাজ করব।’
অনলাইন ভিত্তিক এ মার্কেটপ্লেসের মাধ্যমে ভাড়া করা বাড়িতে বন্দুক হামলার ঘটনা নতুন নয়।
২০১৭ সালে বাথ টাউনশিপ এলাকার একটি ভাড়া দেওয়া বাড়িতে বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই সময় হামলার শিকার এক ব্যক্তি পা গুলিবিদ্ধ হয়।
কোম্পানিটি ঝুঁকি কিংবা হামলার সম্ভাবনা আছে এমন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া দেওয়া এড়াতে ‘অ্যান্টি-পার্টি’ নামে একটি এআই প্রযুক্তি ব্যবহার করে আসছে।

তথ্যসূত্র:টিবিএন ২৪