যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরের জুসেফ ক্যাম্পু অ্যাভিনিউয়ের ঐতিহ্যবাহী 'হ্যামট্রাম্যাক হিস্ট্রিক্যাল মিউজিয়াম' এ আগামী ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাঙালির ইতিহাস,ঐতিহ্য, চিত্র, শিল্পকলার এক প্রদর্শনী। এতে থাকবে কারুশিল্প, রিকশা পেইন্ট, বাঁশ ও বেতের কাজ, ধাতু, কাপড়ের কাজ, নকশীকাঁথা, পটচিত্রসহ বিভিন্ন কাজের সমাহার। উদ্যোক্তাদের সাথে যোগাযোগ করলে তারা জানান, বিগত কয়েক মাসের অক্লান্ত পরিশ্রমের ফসল এ প্রদর্শনী। উদ্যাক্তাদের একজন প্রদর্শনী কমিটির সদস্য নৃতত্ত্ববিদ রুমানা রহমান এই প্রতিবেদকের সাথে গতকাল রোববার সন্ধ্যায় আলাপকালে জানান, এই প্রদর্শনীর মাধ্যমে বাঙালির গল্পগুলো অন্যান্য সম্প্রদায় ও জাতিগোষ্ঠির মাঝে ছড়িয়ে দিয়ে তাদের সাথে একটা সেতুবন্ধনের কাজ করা। আমাদের ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি, আধ্যাত্মিকতা সম্বন্ধে তাদের একটা ধারণা দেয়া তাছাড়া আমেরিকার সমাজ ও অর্থনীতিতে বাঙালিদের যে অবদান তার গল্পগুলো বলা। প্রবীণ ও নবীনের মাঝে যোগাযোগের মাধ্যমে অতীতের সাথে বর্তমানের, এক প্রজন্মের গল্প অন্য প্রজন্মতে ছড়িয়ে দিতে সাহায্য করা। ১৯৩০ সালের দিকে মিশিগানের বৃহত্তর ডেট্রয়েট এলাকায় বাঙালিরা আসতে শুরু করেন বলে জান যায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর দক্ষ কর্মী ও পরবর্তীকালে ডিবি লটারীর মাধ্যমে অনেক বাঙালি এখানে আসেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বৃহত্তর ডেট্রয়েটে অনেকে এসে বসতি স্থাপন করে এ অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কাঠামোকে সমৃদ্ধ করেছেন। তিনি জানান, এ প্রদর্শনী আগামী শনিবার, ২ নভেম্বর ২০২৪ বেলা ২টায় উদ্বোধন করা হবে এবং ১১মে ২০২৫ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ হ্যামট্রাম্যাক হিস্ট্রিক্যাল মিউজিয়ামের সময়সূচি অনুযায়ী বিনা মূল্যে তা দেখার সুযোগ পাবেন। ঠিকানা হচ্ছে, ৯৫২৫ জুসেফ ক্যাম্পু অ্যাভিনিউ, হ্যামট্রাম্যাক, মিশিগান, ৪৮২১২। রুমানা রহমান আরো জানান, গত কয়েক মাস যাবত তিনি এবং বাংলাদেশি আমেরিকান ফাইবার শিল্পী ফাতেমা হকসহ বৃহত্তর ডেট্রয়েটের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের অনেকের অক্লান্ত সাহায্য সহযোগিতায় এ আয়োজন পূর্ণাঙ্গ হতে চলেছে। মিশিগান প্রবাসী সকলকে অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। সকলের অংশগ্রহণে এ আয়োজন পূর্ণতা পাক। বাঙালির গল্প, সুনাম ছড়িয়ে পড়ুক আমেরিকার সর্বত্র।