তিন উপদেষ্টার অব্যাহতিসহ ডিসেম্বরে নির্বাচন চাইল বিএনপি

ডেস্ক রিপোর্ট
  ২২ মে ২০২৫, ২১:১০

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। দলটির মতে, এই উপদেষ্টাদের উপস্থিতি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে এবং সরকারে রাজনৈতিক প্রভাব খাটানোর সুযোগ তৈরি করছে।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই দাবি জানান।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্যের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, সরকারের বিভিন্ন পদক্ষেপে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের প্রবণতা স্পষ্ট।’
খন্দকার মোশাররফ হোসেন বলেন, কিছু উপদেষ্টা একটি নতুন রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকায় সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, এর আগের দিন বিএনপি নেতা ইশরাক হোসেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছিলেন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাম্প্রতিক এক বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের প্রসঙ্গ টেনে মোশাররফ বলেন, ‘সরকারের ভাবমূর্তি রক্ষায় তাঁকেও অব্যাহতি দেওয়া প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের মূল কাজ একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন করা। সে ক্ষেত্রে উপদেষ্টা পরিষদকে ক্ষুদ্র ও কার্যকর রাখা উচিত।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, ‘যখন সব রাজনৈতিক দল একমত হয়ে একটি সংস্কার সনদ তৈরির প্রক্রিয়ায় রয়েছে, তখন একই ইস্যুতে আন্দোলন সরকারের বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করছে।’
নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্বের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে কমিশন ঘেরাও উদ্দেশ্যমূলক ও রহস্যজনক।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ইস্যুতে আদালতের রায় অনুযায়ী গেজেট প্রকাশের পর ইশরাক হোসেনকে দ্রুত শপথ নিতে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে আমাদের সেই রায়ের প্রতি সম্মান দেখাতে হবে।’
অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত গ্রহণের ধরণ নিয়েও সমালোচনা করেন তিনি। বলেন, ‘সরকার চাপের মুখে সিদ্ধান্ত নিচ্ছে, যা এর মর্যাদা ও কার্যকারিতা ক্ষুণ্ন করছে।’
সংবিধান ও মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষণার আহ্বান জানিয়ে মোশাররফ বলেন, ‘ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনই এখন দেশের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। জনগণ সেটাই প্রত্যাশা করে।’
তিনি হুঁশিয়ারি দেন, বিএনপির প্রস্তাবনা ও পরামর্শ বারবার উপেক্ষিত হলে দলটি অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা চালিয়ে যাবে কি না, তা পুনর্বিবেচনা করতে বাধ্য হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।