যারা ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছে, তারা বোকার স্বর্গে আছে

শিবির সভাপতি
ডেস্ক রিপোর্ট
  ২৫ এপ্রিল ২০২৫, ২২:৩৫

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, যারা ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছে, তারা বোকার স্বর্গে বাস করছেন। যে নেত্রী তার নেতাকর্মীদের রেখে হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে পারেন, সেই নেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করে এখন যারা আবার মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছেন, আমি তাদের বোকা ছাড়া কিছুই মনে করি না।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে পঞ্চগড়ে ‘স্মার্ট টুডে আইকন টুমোরো’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শিবির সভাপতি বলেন, নেতাকর্মীদের জন্য একটা নির্মম পরিণতি রেখে গেছেন। এজন্য দায়ী মূলত সেই নেত্রীই ছিলেন। সেই নেত্রীর জন্য আপনারা আবার নিজেদের ঝুঁকির মধ্যে ফেলছেন। আমি তাদের সতর্ক হওয়ার জন্য অনুরোধ জানাবো। পাশাপাশি যারা নতুন কোনো লেবাসে আবার ফ্যাসিবাদকে কায়েম করতে চাইবেন, মনে রাখবেন যে প্রজন্ম তৈরি হয়েছে, এরা সুপ্ত আগ্নেয়গিরির মতো। এরা যে কোনো সময়, যে কোনো প্রেক্ষাপটে আবার জ্বলে উঠতে পারে।
পঞ্চগড়ের ছেলেরা মাদকে জড়িয়ে পড়ছে উল্লেখ করে তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবারকে, একটি সমাজকে নষ্ট করে দেয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, নায়েবে আমির মফিজ উদ্দিন, জেলা শিবিরের সাবেক সভাপতি তোফায়েল প্রধান, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মাহমুদ হিমু, জেলা শিবিরের সভাপতি জুলফিকার রহমানসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।