কুয়েতে একজন বাংলাদেশি পুরুষকে হাত বেঁধে নির্যাতন ও ভিডিও করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরেক বাংলাদেশি নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সেটি কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আসে। পরে মন্ত্রণালয়ের অপরাধ ও তদন্ত বিভাগ ওই বাংলাদেশি নারীকে গ্রেফতার করে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে নির্যাতন করা অবস্থায় ওই নারীকে বলতে দেখা যায়, ‘রানি কিং খান, মে হু কিং খান, বল কে আমি? কিং খান। এরকম মারছে আমারে। ৩৫ বছরের সংসারে এরকম মারছে আমারে।’ পাশে আরেকজনকে ভিডিও করার জন্য বলতেও শোনা যায় ওই নারীকে।
দেশটির জনসংযোগ ও নিরাপত্তা মিডিয়া বিভাগ জানায়, সন্দেহভাজন ব্যক্তিকে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় সমস্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।