পারভীনের মতো আরও অনেকেই মেলায় এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা এ ধরনের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।
‘আমার কাছে মেলায় আইসা আসলে কী সত্যি বলব, আমার কাছে মনে হইছে বাংলাদেশের কোনো মেলায় আসছি। আর সব আম পাওয়া যাচ্ছে বাংলাদেশের; বাংলাদেশের সব সিজনাল ফল পাইতেছি। এটা খুব আনন্দ লাগতেছে।
‘এই যে সব বাঙালি; সবার সাথে কথা বললাম। খুব আনন্দ পাচ্ছি। আমার কাছে মনে হইছে, বাংলাদেশে আছি। আমার কাছে মনে হচ্ছে না কাতারে আছি। কাতারের সুক ওয়াকিপে এত সুন্দর একটা মেলার জন্য থ্যাংক ইউ। খুব ভালো লাগতেছে এই মেলাটাতে এসে।’
কথাগুলো বলছিলেন কাতার প্রবাসী বাংলাদেশি পারভীন। দেশটির রাজধানী দোহার সুক ওয়াকিপে বাংলাদেশি আমের উৎসবে এসে টিবিএনের কাছে এমন অভিব্যক্তি প্রকাশ করেন এ নারী।
পারভীনের মতো আরও অনেকেই মেলায় এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা এ ধরনের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।
আগামীতেও এমন আয়োজন করে বাংলাদেশিদের একত্রিত হওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান কাতার প্রবাসীরা।
দোহায় ২৫ জুন উদ্বোধন করা হয় বাংলাদেশ ম্যাঙ্গা ফেস্টিভালের। ওই দিন বিকেলে অতিথিদের নিয়ে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।
ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত অ্যামেরিকার ডেপুটি চিফ অফ মিশন, আজারবাইজান, শাদ, গিনি, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, সুইডেনসহ প্রায় ৩০ দেশের কূটনীতিক।
আম উৎসব চলবে পহেলা জুলাই পর্যন্ত। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা চালু থাকবে।
তথ্য সূত্র:টিবিএন ২৪