নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ২৪ মার্চ রোববার আটলান্টিক সিটিতে বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত ২৪২৬ আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল হেরায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ইফতার মাহফিলে আমেরিকার মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দ সাউথ জার্সিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমন্ত্রিত হয়েছেন।বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক ইফতার মাহফিলে অংশগ্রহনের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।