প্রবীণ প্রবাসী শাহাজাহান শাহীন ইন্তেকাল করেছেন। ২১ মার্চ বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তাঁর হার্ট অ্যাটাক হয়। এস্টোরিয়ায় নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
সিলেট শহরের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ছিলেন শাহাজাহান শাহীন। শহরে তাদের বাড়ি 'জাহান ম্যানসন' ব্যাপকভাবে পরিচিত। এ বাড়ির সাত ভাই দুই বোন মধ্যে শাহীন দ্বিতীয় সন্তান ছিলেন। এ পরিবারের ভাইবোন সিলেট এবং নিউইয়র্কে কমিউনিটির মধ্যে সুপরিচিত।
৮০র দশক থেকে প্রবাসী শাহাজাহান শাহীন ম্যানহাটনের বাঙালি পাড়া নামে খ্যাত সিক্সথ স্ট্রিটে পরিবার নিয়ে বসবাস করতেন। পরে এস্টরিয়ায় বসবাস করেন। সম্প্রতি এক মাসের জন্য বাংলাদেশ ভ্রমণে গিয়েছিলেন শাহাজাহান শাহীন। মৃত্যুর একদিন আগে ২০ মার্চ বুধবার তিনি সিলেট থেকে নিউইয়র্ক ফিরে এসেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ বৃহত্তর পরিবার, অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। ২২ মার্চ শুক্রবার বাদ জুম্মা ব্রঙ্কসের পার্কচেস্টার মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শাহাজাহান শাহীনের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে অনেক ব্যক্তি ও সংগঠন বিবৃতি প্রদান করেছে। শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন প্রথম আলো উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহিম চৌধুরী, লেখক সাংবাদিক মাহবুব রহমান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতা মঈনুল হক চৌধুরী হেলাল, জেড চৌধুরী জুয়েল প্রমুখ।