ইতালি বাংলা প্রেস ক্লাব 

ইফতারের বরাদ্দ অর্থ অসহায় ফিলিস্তিনিদের কাছে পাঠাবো 

ডেস্ক রিপোর্ট
  ২৫ মার্চ ২০২৪, ১৬:০৬

এই রোজায় ইফতার মাহফিলের অর্থ দিয়ে অসহায় ফিলিস্তিনিদের সহযোগিতা করার উদ্যোগ নিয়েছে বাংলা প্রেস ক্লাব ইতালি। 
রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত একটি মত বিনিময় সভায় এই সিদ্ধান্ত নিয়েছে উপস্থিত সাংবাদিক বৃন্দ। সভাটির সভাপতিত্ব করেন সিনিয়র সহ সভাপতি বেলাল হোসেন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক লাবন্য চৌধুরী।
এই সময় নেতৃবৃন্দরা বলেন " ইফতার মাহফিলে যে অর্থ খরচ হবে সেই অর্থ অসহায় যুদ্ধাহত  ফিলিস্থিনিদের জন্য দেয়া হবে। যেহেতেু সরাসরি ফিলিস্তিনি  যাওয়া সুযোগ নেই কাজেই আন্তর্জাতিক  সংগঠন ইসলামিক রিলিপ এর মাধ্যমে পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করা হবে। 
মহতী এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা  সি আই পি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মিনহাজ হোসেন, প্রচার সম্পাদক জায়দুল হক সোহেল, কোষধ্যাক্ষ জহুরুল হক রাজু।