কুয়েত প্রবাসী মোহাম্মদ আজাদুর রহমানের প্রথম জানাজা সম্পন্ন

ডেস্ক রিপোর্ট
  ৩১ মার্চ ২০২৪, ১১:৫০

বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি কুয়েতের সভাপতি মোহাম্মদ আজাদুর রহমানের প্রথম জানাজার নামাজ  কুয়েত সাবাহ আল হসপিটাল সংলগ্ন মসজিদে মাঠেঅনুষ্ঠিত হয়। এ সময় কুয়েত কমিউনিটির শীর্ষ স্হানীয় নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও কুয়েত প্রবাসী বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য গত ২৬ মার্চ মঙ্গলবার  স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে কুয়েতের স্থানীয় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মরহুম আজাদুর রহমান ৮০ এর দশকে গোপালগঞ্জ জেলা, মোকসেদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মোহাম্মদ আজাদুর রহমান জীবন আর জীবিকার তাগিদে কুয়েতে আসেন। তিনি কুয়েত কমিউনিটির একজন সুপরিচিত সবার প্রিয় ব্যক্তি ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষে শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের ছিলেন একজন নিবেদিত কর্মী। তার মৃত্যুতে শোকাভিভূত সকল কুয়েত প্রবাসী বাংলাদেশী।