কুয়েতে সংবর্ধিত হলেন মৌলভীবাজারের মুরাদুল হক চৌধুরী

ডেস্ক রিপোর্ট
  ২২ এপ্রিল ২০২৪, ১২:৩৬

সমাজ সেবায় নিরলসভাবে কাজ করে যাওয়ায় ও জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধিত হলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের আহ্বায়ক ও সিলেটের ঐতিহ্যবাহী বৃহৎ সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী। 
১৯ এপ্রিল শুক্রবার  কুয়েতের ফাহাহিল সিটির এক রেস্তোরাঁয় ফাহাহিল জালালাবাদবাসীর উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা শহীদ খান।
সহ-সভাপতি সুমন আনসারীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা ফয়সল আহমদ। বিশেষ অতিথি ছিলেন,উপদেষ্টা মিহির কান্তি পাল,মিঠুন সেলিম,কাজী সফিক,হারুন মিয়া,সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ,সহ-সভাপতি ফারুক আহমদ,শিহাব বকত,সুরুক মিয়া,সিরাজ মিয়া,প্রমুখ। 
বক্তব্য রাখেন, শিব্বির আহমেদ, নুরুল হোসেন, হেলিমসহ আরো অনেকে। 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের যুগ্ম সাধারণ সম্পাদক আ হ জুবেদ, সহ সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন, প্রচার সম্পাদক আলাল আহমদসহ অনেকে।