নিউইয়র্কের বিশিষ্ট চিকিৎসক ডা. চৌধুরী সারোয়ারুল হাসানের মাতৃবিয়োগ

ডেস্ক রিপোর্ট
  ২৫ এপ্রিল ২০২৪, ১২:০৭

নিউইয়র্কের বিশিষ্ট চিকিৎসক, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং নর্থবেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ- এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. চৌধুরী সারোয়ার হাসানের রত্নগর্ভা মাতা রওশনারা নুরুন নাহার (বি.এ. বিএড, এমএ, এমইড) মারা গিয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২২ এপ্রিল সোমবার তিনি তাঁর গ্রামের বাড়ী ঠাকুরগাঁওয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। 
রওশনারা নুরুন নাহারের জীবন ছিল খুবই বর্ণিল। তিনি একজন শিক্ষক, দুটি বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষিকা এবং একটি শিক্ষক প্রশিক্ষণ কলেজের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বয়স হয়েছিল ৯২। মৃত্যুকালে তিনি ৩ সন্তান, ছয় নাতি-নাতনী সহ অসংখ গুণগ্রাহী রেখে গেছেন। উনার তিন সন্তানই ডাক্তার। অপর দুই ডাক্তার হলেন ডা. চৌধুরী এম হাসান (কার্ডিওলজিস্ট) ও ডা. আফরোজ পারভিন (ইন্টানোল মেডিসিন)। এরা সবাই নিউইয়র্ক প্রবাসী।
ডা.  চৌধুরী সারোয়ার হাসানের মায়ের ইন্তেকালে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিন মজুমদার এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।