কুয়েতে রাজনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা

ডেস্ক রিপোর্ট
  ২৯ এপ্রিল ২০২৪, ১২:৫৪

বাংলাদেশে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনি প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা।অন্যদিকে প্রবাসেও নিজেদের পছন্দের প্রার্থীদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।
এদিকে উপজেলা নির্বাচন ২০২৪-এ রাজনগর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ শাহজাহান খাঁনপর  পক্ষে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে উপসাগরীয় দেশ কুয়েতে। ২৬ এপ্রিল শুক্রবার কুয়েত সিটির রাজবাড়ী রেস্তোরায় কুয়েতে রাজনগর উপজেলা প্রবাসীদের উদ্যোগে আয়োজিত প্রচারণা সভায় সভাপতিত্ব করেন কুয়েতে রাজনগর প্রবাসী আলাল আহমদ জাবেদ হোসেন ও আহাদ আম্বিয়া খোকনের যৌথ পরিচালনায়।
এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে ছিলেন মোঃ শাহজাহান খাঁন (উপজেলা চেয়ারম্যান, রাজনগর উপজেলা বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসেসিয়েশন, কুয়েত এর উপদেষ্টা মিঠুন সেলিম, টেংরা বাজার ইউপি চেয়ারম্যান টিপু খাঁন,জালালাবাদ এসোসিয়েশন কুয়েত এর সহ-সভাপতি সুরুক মিয়া, বাংলাদেশ গ্রীণ ক্রিসেন্ট সোসাইটি কুয়েতের সভাপতি বেলাল উদ্দিন, লিপু সুলতান চৌধুরী, জাকির হোসেন, ইসমাইল হাওলাদার বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ,হ জুবেদ।
আবু সাইদ কুতুব উদ্দিন, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হৃদয় খান, নজরুল ইসলাম, ফয়ছল আহমেদ ফজল প্রচারণা সভায় বক্তারা, রাজনগর উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায়  বর্তমান চেয়ারম্যান শাহজাহান খানকে। পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য প্রবাস থেকে প্রচারণা চালিয়ে যাওয়ার আহবান জানান।