যুক্তরাষ্টের মিশিগানে গত ১৮ মে শনিবার 'গ্রেট লেক বাংলা রক ফেস্ট' অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, রিদম অব বাংলাদেশ ব্যান্ডদলের উদ্যোগে ওয়ারেন সিটির মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে বিকেলে এই কনসার্টের আয়োজন করা হয়। এতে উত্তর আমেরিকার বিভিন্ন স্থানের পাঁচটি ব্যান্ড দল অংশ গ্রহণ করে।
বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর একের পর এক ব্যান্ডদল তাদের জনপ্রিয় গানগুলো দর্শক শ্রোতাদের পরিবেশন করেন। ব্যতিক্রমী এ অনুষ্ঠানে দর্শক শ্রোতারা আনন্দ উপভোগ করেন।
এই কনসার্টে যে সকল ব্যান্ডদল অংশ গ্রহণ করেন তারা হচ্ছে, মিশিগানের 'ক্র্যাক অন দ্যা ব্যাক', 'টেন অ্যান্ড হাফ মাইলস' ও 'রিদম অব বাংলাদেশ'। টেক্সাস থেকে এসেছিলেন ব্যান্ড দল 'দ্যা চ্যাপ্টার' এবং নিউইর্য়কের 'মেইলস্ট্রম'।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মৃদুল কান্তি সরকার ও রিত্তিকা সমাদ্দার মমা।
আয়োজকদের সুত্রে জানা গেছে, এখানে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা ব্যান্ড সংগীতকে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যে এ আয়োজন।