গোলাপগঞ্জ উপজেলায় কোন প্রবাসী হয়রানির শিকার হওয়ার অবকাশ নেই

প্রবাস ডেস্ক
  ০৬ জুন ২০২৪, ১৮:১৫

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর শাফি এলিম বলেছেন, অগ্রসর উপজেলা গোলাপগঞ্জে কোনো প্রবাসী হয়রানির শিকার হতে পারেন না। কখনো কোনও প্রবাসী হয়রানির শিকার হলে দ্রুত আমাকে জানাবেন। যেকোনো মূল্যে এর প্রতিকারের ব্যবস্থা নেয়া হবে।

৩ জুন উত্তর আমেরিকায় এক মত বিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান মঞ্জুর শাফি এলিম এসব কথা বলেছেন। নিউজার্সি থেকে নির্বাচিত একমাত্র বাংলাদেশি নারী কাউন্সিলউওম্যান শিফা উদ্দিনের সাথে মতবিনিময়কালীন সময়ে উভয় জনপ্রতিনিধি গোলাপগঞ্জে আমেরিকা প্রবাসীদের উদ্যোগে কিছু করণীয় নিয়ে কথা বলেন। এসময় মঞ্জুর শাফি এলিম বলেন, দেশের যুব কিশোর প্রজন্মের জন্য প্রবাসীদের অনেক কিছু করার আছে। এমনকি এখানে জন্ম ও বেড়ে উঠা বাংলাদেশি প্রজন্মের দেশের ভাষা ও সংস্কৃতির সংযোগের জন্য দেশ থেকেও অনেক কিছু করার অবকাশ রয়েছে। আগামী দিনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় উভয় জনিপ্রতিনিধি কিছু প্রকল্প ধারণা নিয়ে কথা বলেন এবং এ নিয়ে আরও বিস্তারিত আলোচনা ও কার্যকর উদ্যোগ গ্রহণের অবকাশ রয়েছে তারা ঐক্যমত্য পোষণ করেন।
তরুণ জনপ্রিয় নেতা মঞ্জুর শাফি এলিমকে নিউজার্সির ফ্রাঙ্কলিন টাইনশিপ কাউন্সিলের পক্ষ থেকে একটি সম্মাননাপত্র তুলে দেয়া দেন কাউন্সিলউওম্যান শিফা উদ্দিন। এসময় শিফা উদ্দিন বলেন, একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের দ্বিতীয়দফা আস্থা অর্জন করেছেন এলিম চৌধুরী। তাঁকে আমেরিকার একটি নগর থেকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে বাংলাদেশের সে এলাকার জনগণকে এ সম্মান জানানো হচ্ছে। সর্বত্র এলিম চৌধুরীর মতো জনপ্রতিনিধি জনসমাজের উন্নয়ন নিয়ে ক্রমাগত কাজ করবেন, লড়াই চালিয়ে যাবেন বলে তিনি প্রত্যাশা করেন।
উপজেলা চেয়ারম্যান মঞ্জুর শাফি এলিম চৌধুরী বলেন, তিনি নিউইয়র্ক ও কিশিগানে তাঁর প্রবাস জীবন ছেড়ে দেশে জনগণের কাছে গিয়েছেন সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে। বাংলাদেশকে নিয়ে দ্রুত আন্তর্জাতিক পরিমণ্ডলে অহংকারের অবস্থানের জন্য আমাদের নানামুখী কাজে দক্ষতার সাথে ঝাঁপিয়ে পড়তে হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেছেন তাঁর উপজেলায় কোন প্রবাসী হয়রানির শিকার হলে তা প্রতিহত করা এবং প্রতিকার করার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে। এলিম চৌধুরী নিজে একজন প্রবাসী এবং নিউইয়র্ক ও মিশিগান থেকে দেশে গিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন জনগণের জন্য কাজ করার লক্ষ্যে, এ কথাটি তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন।