ইতালিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, দক্ষিণ আয়োজিত শহীদ প্রেসিডেনট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে একটি মত বিনিময় ও দোয়া মাহফিল এর আয়োজন করেছে।
রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন বি এন পি ইতালির শাখার ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম প্রধান বক্তা ইতালি বি এন পির সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মনজুর হোসেন।
আলোচনা সভাটির সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দক্ষিণ ইতালির আহ্বায়ক আইয়ুব আলী, পরিচালনা করেন যৌথ ভাবে এই সংগঠনের সদস্য সচিব দেলোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান।
বক্তারা বলেন দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার এই সরকার কেড়ে নিয়েছে সেই সঙে দেশের শিক্ষা ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং বিরোধী মতের দলকে নিশ্চিহ্ন করার পাঁয়তারা চলছে পাশাপাশি দেশের আঠার কোটি জনগণের কাছে গনতন্ত্র ও ভোটের অধিকার এবং জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র কে প্রতিষ্ঠিত করার লক্ষে দেশে ও প্রবাসে সকল জাতীয়তাবাদী সৈনিকদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে কাজ করার আহ্বান জানান।
এই সময় আরো বক্তব্য রাখেন ইতালি বি এন পির সহ সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য সাজ্জাদুল কবির, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, সহ সভাপতি মাইনুল আলম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের, কাজী আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, আব্দুল মান্নান হীরা, আল আমিন বিশ্বাস, যুবনেতা মাহমুদুল হাসান, আলী আহমেদ খোকন , স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মনির হোসেন সহ অনেকে।
শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বি এন পির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।