এসোসিয়েশন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়ার নতুন কমিটি

ডেস্ক রিপোর্ট
  ২৯ জুন ২০২৪, ১২:১৭
আপডেট  : ২৯ জুন ২০২৪, ১২:২৮

এসোসিয়েশন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়া এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২১ জুন বার্সেলোনার একটি রেস্তোরাঁয় আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলন এবং  কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম  ঘোষণা করেন সংগঠনটির সাবেক সভাপতি সুরুজ্জামান জামান। বক্তব্য রাখেন , সমন্বয় কমিটির প্রধান আব্দুল বাছিত কয়ছর, সদস্য আব্দুল জব্বার ও সদস্য মো. রফিক উদ্দিন উপস্থিত ছিলেন। করিম আলীকে সভাপতি, সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক, রেদোয়ান হোসেনকে সাংগঠনিক সম্পাদক ও ছালেহ আলীকে কোষাধ্যক্ষ হিসেবে ঘোষণা দেয়া হয়। নবনির্বাচিত সভাপতি করিম আলী তার প্রতিক্রিয়ায় বলেন, সুন্দর , গঠনমূলক বাংলাদেশি কমিউনিটি বিনির্মানে সকলকে সাথে নিয়ে একযোগে কাজ করব । তিনি সংগঠনের  কার্যক্রম গতিশীল করতে কমিউনিটির  সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে  সংবাদ সম্মেলন শেষে নতুন সভাপতি করিম আলীসহ নতুন নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।