বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটিতে যুক্তরাষ্ট্রের ৪ মুখ

ডেস্ক রিপোর্ট
  ৩০ জুন ২০২৪, ১৩:৩৫

বৈদেশিক সম্পর্ক দেখভাল করতে ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি গঠিত ‘বৈদেশিক’ সম্পর্ক কমিটি বিলুপ্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সভাপতি করে ১১ সদস্যবিশিষ্ট চেয়ারপার্সন্স ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি গঠিত হয়। গত ১৫ জুন গঠিত এই অ্যাডভাইজরি কমিটির সদস্যদের মধ্যে যথাক্রমে হুমায়ুন কবির (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), সিরাজুল ইসলাম (সাবেক রাষ্ট্রদূত), তাসভিরুল ইসলাম (সভাপতি, কুড়িগ্রাম জেলা বিএনপি)-কে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে পদমর্যাদা প্রদান করা হয়। এর আগে গত ১৫ জুন আরো ১০ জনকে উপদেষ্টা কাউন্সিলে সদস্য করে নিয়েছিল দলটি। তারা হলেন- সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন, যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন অর রশিদ, আসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, সাখাওয়াত হাসান জীবন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন এবং সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন চৌধুরী পাইনকে তখন উপদেষ্টা করা হয়।
এছাড়াও স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপার্সন্স ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটিতে যুক্তরাষ্ট্রের ৪ জনসহ আরো ১৭ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন- হাফিজ খান সোহেল, এএসএমজি শাহ ফরিদ, বদরুল ইসলাম শিপলু এবং গোলাম ফারুক শাহীন।
স্পেশাল এ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপার্সন্স ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির ১৭ সদস্য হলেন- আশরাফ উদ্দিন (সাবেক রাষ্ট্রদূত, কানাডা), ড. এনামুল হক চৌধুরী (সিলেট), এএনএম ওহিদ আহমেদ (সাবেক ডেপুটি মেয়র, টাওয়ার হ্যামলেটস), আনোয়ার হোসেন খোকন (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকÑবিএনপি), রাশেদুল হক (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- বিএনপি), নাহিদ খান (সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-বিএনপি), ড. তোফাজ্জল হোসেন তপু (জাপান), হাফিজ খান সোহেল (ওয়াশিংটন), এএসএমজি শাহ ফরিদ (পেনসিলভেনিয়া/যুক্তরাষ্ট্র), বদরুল ইসলাম শিপলু (ক্যালিফোর্নিয়া/যুক্তরাষ্ট্র), ডলি নাসির (ইতালি), গোলাম ফারুক শাহীন (নিউইয়র্ক/যুক্তরাষ্ট্র), শফিক দেওয়ান (জার্মানি), ড. শামীম পারভেজ (জার্মানি), হাজী হাবিব (ফ্রান্স), কবির আহমেদ (আয়ারল্যান্ড) এবং মো. নায়েমুল বাসির (অস্ট্রিয়া)। 
স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপার্সন্স ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্যরা হলেন- শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার নওশাদ জমির, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট আসাদুজ্জামান, আফরোজা খান রিতা, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জেবা খান, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, খান রবিউল ইসলাম রবি, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, তাবিথ আউয়াল, প্রকৌশলী ইশরাক হোসেন, ফারজানা শারমীন পুতুল, ইসরাফিল খসরু, ব্যারিস্টার আবু সালেহ মো. সায়েম (ইউকে) এবং মো. ইকবাল হোসেন বাবু (বেলজিয়াম)।