২০ জুলাই টরন্টোর সাহিত্য উৎসবে তরুণ-তরুণীর কুইজ প্রতিযোগিতা

ডেস্ক রিপোর্ট
  ১৬ জুলাই ২০২৪, ১৭:৫৫

টরন্টোর শহরের সেন্ট পল ইউনাইটেড চার্চে আগামী ২০ জুলাই অনুষ্ঠিত হতে চলেছে কানাডায় থাকা বাঙালি লেখকদের নিয়ে কানাডীয় বাঙালি সাহিত্য উৎসব। অনুষ্ঠানে থাকবে বাংলা ভাষা ও সাহিত্য এবং বাঙালির ইতিহাস ও ঐতিহ্য নিয়ে প্রবাসে বেড়ে ওঠা কিশোর-তরুণদের জন্য কুইজ। এই পর্বটি পরিচালনা করবে সৌরাদৃতা ভৌমিক এবং সৌরদীপ ভৌমিক। ইংরেজি ভাষায় এই কুইজ পর্বটি পরিচালিত হবে কাহুত মাধ্যমে। থাকবে দুটি গ্রুপ। ১২ থেকে ১৮ বছর এবং ১৯ থেকে ২২ বছর বয়সী ছেলেমেয়েদের নিয়ে এই কুইজ হবে। কমিউনিটির সকল অভিভাবককে এই বিষয়টি নিজ নিজ সন্তানকে জানাতে আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।  বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন এবং শুভেচ্ছা বক্তব্য দেবেন কমিউনিটির জনপ্রিয় ব্যক্তিত্ব ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ। মহতী এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকবে কানাডার প্রথম চব্বিশ ঘন্টার টেলিভিশন চ্যানেল এনআরবি এবং সবচেয়ে জনপ্রিয় বাংলা সাপ্তাহিক বাংলা মেইল। 
উৎসব স্থলের ঠিকানা St Paul’s United Church (200 McIntosh Street, Scarborough, ON M1M 3Z3)।