নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রকি আলিয়ান সভাপতি ও জেএফএম রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তফশীল অনুযায়ী মনোনয়ন প্রত্যারের শেষ দিন ছিল ১৩ জুলাই। সভাপতি পদে অপর প্রার্থী এস এম আলম প্রার্থীতা প্রত্যাহার করায় রকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। আগামী ১৬ জুলাই নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করবেন। তবে মেম্বারশিপ চেয়ারপারসন পদে এখনও বিশিষ্ঠ ব্যবসায়ী মোহাম্মদ আজাদ ও আইটি বিশেষজ্ঞ আহমেদ সোহেল প্রার্থী রয়েছেন। এই একটি মাত্র পদে মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে এই পদে প্রতিদ্বন্দ্বিতাটা হবে বেশ জোড়ারো । সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ১২০ জন সদস্য ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন কোষাধ্যক্ষ-এফইএমডি রকি, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট-এ রশীদ,ভাইস প্রেসিডেন্ট হাসান জিলানী,মশিউর রহমান মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক (২টি) এমএন হায়দার মুকুট ও আনিসুল ইসলাম টনি, ডাইরেক্টরস-আমেনা নেওয়াজ (রানু নেওয়াজ), মাসুদ রানা তপ , মাঈনুদ্দিন পিন্টু, হারুন ভুঁইয়া, এ বি সিদ্দিক, শফিকুল ইসলাম, জাকির হোসেন জুয়েল, মোহাম্মদ হোসেন ও এনামুল হক এনাম। বেশ কয়েকটি পদের বিপরীতে কেউ প্রার্থী হননি। ১৬ জুলাই নির্বাচন কমিশন আলোচনা সাপেক্ষে শূন্য পদগুলো পূরণ করবেন। সাধারন সভা শেষে নির্বাচন কমিশন অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব গ্রহন করেন। প্রধান নির্বাচন কমিশনার সভায় নির্বাচনের টার্মস অব কন্ডিশনগুলো পড়ে শোনান।