নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন স্থগিত

ডেস্ক রিপোর্ট
  ২৬ জুলাই ২০২৪, ১৫:৪৭

বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে সাধারণ প্রবাসী বাংলাদেশীরা ক্ষুদ্ধ, ব্যথিত, মর্মাহত। বিশেষ করে বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হওয়ায় ঘটনায় তারা নিজেরাই সন্তাহারা, ভাই-বোন হারা হিসেবে দেখছেন। উদ্ভুত পরিস্থিতিতে দেশের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবীর প্রতি সমর্থণ জানিয়ে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব তাদের বার্ষিক বনভোজন স্থগিত ঘোষণা করেছে। অপরদিকে একই প্রেক্ষিতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠক দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকল প্রকাশ সামাজিক অনুষ্ঠান স্থুগত বা বাতিল করার আহ্বান জানিয়েছেন।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব-এর পক্ষ থেকে বলা হয়েছে: বাংলাদেশের চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব উদ্বিগ্ন। আমরা নিহতদের আত্নার মাগফেরাত কামনা করছি। তাদের আত্নার প্রতি সম্মাণ দেখিয়ে সংগঠনের আগামী ২৮ জুলাই অনুষ্ঠিতব্য বনভোজন স্থগিত করা হয়েছে। গত ২০ জুলাই অনুষ্ঠিতব্য কার্যকরী কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। অপরদিকে কমিউনিটির রপরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকাল সম্পাদক লায়ন শাহ নেওয়াজ এক বিবৃতিতে বলেছেন- ‘বাংলাদেশের বর্তমান সার্বিক ঘটনার পরিপ্রেক্ষিতে এবং দেশের তরুণ ছাত্র সমাজের প্রতি সম্মান রেখে ইউএসএ’র সকল বনভোজন সহ যাবতীয় অনুষ্ঠান আপাতত: স্থগিত করার জন্য অনুরোধ করছি।’
অপরদিকে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনক’র সিনিয়র সহ সভাপতি ও এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দিন এক বিবৃতিতে বলেছেন-