যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির টাউন সেন্টারে গতকাল ১১ আগষ্ট রোববার বিকেলে হিন্দু কমিউনিটি অব মিশিগানের উদ্যোগে বাংলাদেশে সনাতনীদের উপর হামলা ও নির্যাতন, হামলাকারীদের গ্রেফতার, বিচার ও ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের ক্ষতি পূরণ দেয়ার দাবীতে বিক্ষোভ ও এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। এতে বিপুল সংখ্যক নারী, শিশু, কিশোর, তরুণ, তরুণীরা যোগ দেন। সমাবেশে অংশ গ্রহণকারীরা বিভিন্ন ধরনের প্লেকার্ড, ফ্যাষ্টুন নিয়ে সমাবেশস্থলে আসেন ও প্রদর্শন করেন, তারা বিভিন্ন শ্লোগান দেন। এ সময় পথচারিরা হাত নাড়িয়ে তাদেরে সমর্থন জানান, কোন কোন গাড়ী চালক হর্ণ বাজিয়ে প্রতিবাদকারীদের সাথে একাত্মতা প্রকাশ করতে দেখা যায় । সমাবেশে বক্তারা বলেন, প্রতিবার সরকার পরিবর্তন হয় আর সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটে। এ হামলা নির্যাতন বন্ধ করতে হবে, আমরা চাই, একটি নিরাপদ বাংলাদেশ ও সম্প্রীতির বাংলাদেশ।' এক দিকে গান অন্যদিকে বক্তব্য, সেই বক্তব্য ছাপিয়ে সমাবেশে কেবল শোনা যাচ্ছিল নানা স্লোগান আর স্লোগান। 'জেগেছে জেগেছে সনাতনী জেগেছে', 'আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ', 'স্বাধীন দেশে হামলা কেন, জবাব চাই জবাব চাই' 'বিচার চাই বিচার চাই, হামলাকারীর বিচার চাই' আমরা কারা আমরা কারা, বাঙালি বাঙালি ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে হ্যামট্রাম্যাক সিটির টাউন সেন্টারে সমাবেশস্থল। উক্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, তারাও প্রতিবাদকারীদের সাথে একাত্মতা ঘোষণা করেন ও বক্তব্য রাখেন। সমাবেশে উপস্থিত ছিলেন হ্যামট্রাম্যাক সিটির সাবেক মেয়র ক্যারন মাজেস্কি, তিনি সমবেত সনাতনীদের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন।