শোক দিবসে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের আলোচনা

ডেস্ক রিপোর্ট
  ১৯ আগস্ট ২০২৪, ১৩:৫৪

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগের উদ্যেগে এবং মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,মহিলা আওয়ামীলীগের সহযোগিতায় ভার্জিনিয়ার স্প্রীংফিল্ড কমফোর্ট ইন্ হোটেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মেট্রো ওয়াশিংটন আঃলীগের সহসভাপতি মুজিবুর রহমান। সন্চালন করেন সাঃসম্পাদক মোঃশফিকুল আযম আজাদ। আলোচনার শুরুতেই সকল শহীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। কোরআন শরীফ তেলাওয়াত করেন ভার্জিনিয়া স্টেট আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অমর ইসলাম। বক্তব্য রাখেন, মেট্রো ওয়াশিংটন আঃলীগের সহ সভাপতি নুরুল আমিন,যুগ্ম সাঃসম্পাদক রাবিউল ইসলাম রাজু, যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম,যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম,ভার্জিনিয়া স্টেট আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সাঃসম্পাদক জি আই রাসেল, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ, গ্রেটার ওয়াশিংটন যুবলীগের সভাপতি আবু সাঈদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর যুগ্ন সাধারন সম্পাদক ও আসাফো যুক্তরাষ্ট্র  সহসভাপতি হাসনাত সানি। সমাপনী বক্তব্য রাখেন সহসভাপতি মুজিবুর রহমান। বক্তারা জাতির জনকের জীবন আর্দশের উপর আলোচনা করেন এবং বর্তমান দেশের পরিস্হিতে সকল আওয়ামী ফ্যামেলী ও মুজিব সৈন্যদের একত্রে কাজ করার আহবান জানান এবং জননেত্রী শেখ হাসিনাকে অতিসত্বর দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের ও আওয়ামীলীগকে সংঘটিত করতে হবে। বর্তমান সরকার যেন অতিসত্বর নির্বাচনের দেবার ব্যবস্হা করে দেশে জনগনের ম্যান্ডেড সরকারে হাতে ক্ষমতা হস্তানস্তর করেন । এবং বর্তমানে দেশে যে অরাজকতার সৃষ্টি হয়েছে সেটার পুর্ন তদন্ত করে সকলকে বিচারের আওতায় আনতে হবে। ধিক্কার জানান ৩২ নাম্বার শোক দিবসে জনগন বাধা দেয়ার জন্য । আলোচনা শেষে মেট্রো ওয়াশিংটন আঃলীগের সভাপতি এম নবী বাকী সবাইকে শপথ বাক্য পাঠ করান।জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।