নিউজার্সির ফ্রাংকলিন টাউনশিপের বহুজাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান 

ডেস্ক রিপোর্ট
  ২০ আগস্ট ২০২৪, ১৯:৪২

নিউজার্সির ফ্রাংকলিন টাউনশিপের বহুজাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবর্তী নৈশভোজ হয়ে গেলো গত ১৬ আগস্ট শুক্রবার। এডিসন শহরের এক রেস্তুরায় আয়োজিত এ নৈশভোজে অংশ নিয়েছিলেন ফ্রানক্লিন টাউনশীপের বহুজাতিক কর্মকান্ডে জড়িত সংগঠকরা। কাউন্সিলওম্যান শিফা উদ্দিন সবাইকে স্বাগত জানিয়ে বলেছেন নিজেদের সংস্কৃতিকে ধারণ করেই আমেরিকায় বহু জাতিগোস্টি একটি মিশ্র সংস্কৃতি গড়ে তুলেছে। এমন মিশ্র সংস্কৃতির কারণেই আমেরিকা বিশ্বের একটি অনন্য এবং শক্তিশালী দেশ বলে তিনি উল্লেখ করেন।