পরিবারকে ভিডিওকলে রেখে কুয়েতে সাইফুল ইসলাম (৩৩) নামে এক প্রবাসী বাংলাদেশি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (১৭ আগস্ট) স্থানীয় সময় রাত ১টায় দেশটির সালমি এলাকায় স্ক্র্যাপইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলামের বাড়ি বরিশালের সদর উপজেলায়।
নিহতের বন্ধু কুয়েত প্রবাসী লিটু মিয়া জানান, নিহত সাইফুল গাড়ির গ্যারেজে কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে পারিবারিক ঝামেলার কারণে এই আত্মহত্যা করতে পারে। দেশে তার একটি ছেলে ও একটা কন্যা সন্তান রয়েছে।
পুলিশ বলছে, আত্মহত্যার ঘটনায় সালমি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত বিভাগ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।
আত্মহত্যার ঘটনায় কুয়েতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।