যুক্তরাষ্ট্রে এবিএএমটিএ’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  ১০ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৩

যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশী মানি ট্রান্সমিটারস এন্ড এজেন্টদের সংগঠন ‘এবিএএমটিএ’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট বৃহস্পতিবার  লং আইল্যান্ডের ভ্যালিস্টিমের প্যাভিলিয়নে দিনব্যাপী এই বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজন অনুষ্ঠানটি উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেস এর প্রেসিডেন্ট এন্ড সিইও এবং এবিএএমটিএ-এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ মালেক।  এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সিপিএ এবং এমএসবি স্পেসালিস্ট আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন আইটি অডিটর এবং স্পেশালিস্ট আব্বাস উদ্দিন। বনভোজন কমিটির চেয়ারম্যান ছিলেন এবিএএমটিএ-এর উপদেষ্টা এবং বিএ এক্সপ্রেস এর প্রেসিডেন্ট এন্ড সিইও মোঃ আতাউর রহমান। সভাপতিত্ব করেন এবিএএমটিএ-এর সভাপতি ও সানম্যান গ্লোবাল এক্সপ্রেস এর প্রেসিডেন্ট এন্ড সিইও মাসুদ রানা তপন এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও এ্যাংকর ট্রাভেলস এন্ড মানি ট্রান্সফার এর প্রেসিডেন্ট এএসএম মাঈন উদ্দিন পিন্টু। সাবিক সহযোগিতায় ছিলেন Raak এক্সপ্রেস এর প্রেসিডেন্ট এবং এবিএএমটিএ-এর সহ-সভাপতি এনামুল কবির, লিবারটি ট্রাভেলস এন্ড টেক এর প্রেসিডেন্ট এবং এবিএএমটিএ-এর পরিচালক (ট্রেজারার) সিপিএ মোহাম্মদ চিশতী, টাচ পয়েন্ট এন্ড মাল্টি সার্ভিস এর প্রেসিডেন্ট এবং এবিএএমটিএ-এর পরিচালক-এএসএম মাঈন উদ্দিন বাবলু, কবির ট্যাক্স এন্ড মাল্টি সার্ভিস এর প্রেসিডেন্ট এবং এবিএএমটিএ-এর পরিচালক কবির আহমেদ, স্কাই Wireless এর প্রেসিডেন্ট এবং এবিএএমটিএ-এর পরিচালক জাকির কামাল, মিম Wireless এর প্রেসিডেন্ট এবং এবিএএমটিএ-এর পরিচালক মোহাম্মদ এম খান আপেল, জ্যাট ট্রাভেলস এন্ড মাল্টি সার্ভিস এর সিইও এবং এবিএএমটিএ-এর পরিচালক মোঃ আমিনুল ইসলাম, McGraw মানিট্রান্সফার এর প্রেসিডেন্ট এবং এবিএএমটিএ-এর পরিচালক ফারহান চৌধুরী এবং আল বারাকা সুপার মার্কেট এর প্রেসিডেন্ট এবং এবিএএমটিএ-এর পরিচালক জয়নাল আবেদিন। সাবিক তত্বাবধানে ছিলেন, সংগঠনের সদস্য ও খামার বাড়ী সুপার মার্কেটের স্বত্বাধিকারী মোহাম্মদ কামরুজ্জামান, লোন অফিসার এবং ট্রাভেল উইথ এ্যাংকর এর সিইও সান্তানো বড়ুয়া হিমু, নেক্সাস ট্রাভেলস এন্ড মাল্টি সার্ভিসের প্রেসিডেন্ট নুর উদ্দিন আফছার, লিবারটি ট্রাভেলস এন্ড মানিটান্সফার এর প্রেসিডেন্ট জসিম ইও আহমেদ, বিডি কমিউনিকশনের প্রেসিডেন্ট মোহাম্মদ কবির এবং এ্যাংকর ট্রাভেলস এর ম্যানেজার পারভেজ খান। বনভোজনে রেমিট্যান্স পরিবারের সদস্যরা একে অপরের সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন। অতিথিরা রেমিট্যান্স সংগঠনটি প্রতিষ্ঠা করা এবং বনভোজন আয়োজন করার জন্য সংগঠনের কমিটিকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি আব্বাস উদ্দিনকে রেমিট্যান্স কোম্পানিকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য অ্যাওয়ার্ড প্রধান করা হয়।  দিনব্যাপি অনুষ্ঠানে খেলাধুলার পাশাপাশি মনোঙ্গ সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপিয় শিল্পী নাজু আকন্দ এবং রাজিব। খেলাধুলায় সকলকে পুরুস্কার প্রদান এবং লটারি ড্র করে ১০ জনকে পুরস্কৃত করা হয়।