কানাডার বাঙালি লেখকদের নিয়ে কানাডা জার্নাল ওয়েবসাইট পর্যালোচনা

ডেস্ক রিপোর্ট
  ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৭

সম্প্রতি  কানাডার বাঙালি লেখকদের জীবন তথ্য ও সাহিত্যকর্ম নিয়ে একটি ওয়েবসাইটের উন্মোচন করা হয়েছে। কানাডা জার্নাল (c-j.ca) নামের সেই ওয়েবসাইটের উদ্যোক্তা লেখক ও গবেষক সুব্রত কুমার দাস।
ওয়েবপেজের প্রথম প্রবেশে রয়েছে চমৎকার বই পাতা দিয়ে সাজানো মূল লোগো। লোগোটা অনেকেরই বেশ পছন্দ হবে বিশ্বাস। কারণ হলো সেটাতে যে কালার সিলেকশন করা হয়েছে সেখানে ব্যাক হোম বাংলাদেশের পতাকার লাল সবুজে বাংলাদেশের সাথে কানাডার জাতীয় পতাকার একটা চমৎকার সংযোগ করা হয়েছে। ম্যাপেল পাতা আর লাল সবুজের দেশের সাহিত্য সেতু বন্ধন স্পষ্ট হয়ে উঠেছে লোগোতে।  চোখে পড়ার মতো একটা লোগো ডিজাইন করা হয়েছে। ছিমছাম অথচ অর্থপূর্ণ।
এই সাইটের সবচেয়ে ভালো লেগেছে যে বিষয়টি তা হলো ক্রোনোলজিক্যাল অর্ডার অফ আলফাবেট ফলো করে ইংরেজি ও বাংলায় লেখকদের নাম সূচিবদ্ধ হয়েছে। ফলে সহজেই পাঠক তাঁর আগ্রহের লেখকের নাম খুঁজে পাবেন। আরেকটি ব্যাপার ভালো লেগেছে সেটি হলো লেখকদের নিজ নিজ সাহিত্য ও গ্রন্থের প্রসঙ্গে মূল লেখক প্রোফাইল সংযোজন।
কানাডা জার্নাল লোগোর দুই পাশে বাংলা ও ইংরেজিতে লেখা আছে কানাডা জার্নাল কী উদ্দেশ্যে ও কোন ভিশন নিয়ে এগিয়ে যাবে তার মূল লক্ষ্য। ওয়েবপেজের সবার উপরের আটটি অপশনস রয়েছে। হোমপেজ, আমাদের কথা, শ্রদ্ধাঞ্জলি, সাহিত্যিক, রিভিউ, নতুন লেখা, সংবাদ ও যোগাযোগ। লোগোর ঠিক নিচে আছে উদ্যোগ তথা ইনিশিয়েটিভস যা দুটো অপশনস হিসেবে বাংলা ও ইংরেজিতে লেখা। এখানে লিংক তৈরী করা হয়েছে এমনভাবে যেন এক ক্লিকে আপনি চলে যেতে পারেন কানাডার বাঙালি লেখকদের তথ্য ভান্ডারে সম্মৃদ্ধ সাহিত্য তথ্য পাতায়। 
আমাদের কথা অপসনটি পড়ে দেখেছি।  এখানে কানাডা জার্নালের ইতিবৃত্ত তুলে ধরেছেন উদ্যোক্তা সুব্রত কুমার দাস।  তৃতীয় প্যারাগ্রাফে তিনি কিছু আক্ষেপও প্রকাশ করেছেন যা এড়ালেই ভালো হতো বলে মনে হয়।
ওয়েব পেজের তৃতীয় অপশনটি হলো শ্রদ্ধাঞ্জলি। এই অপশনটি বেশ রিচ অর্থাৎ যুক্তিযুক্ত ও উন্নত মানের মনে হয়েছে আমার কাছে। যেখানে প্রয়াত কানাডিয়ান বাঙালি লেখকদের প্রসঙ্গে দশজনের কথা বলা হয়েছে যার মধ্যে সদ্য প্রয়াত কবি আসাদ চৌধুরী ও ইকবাল হাসানের মতো গুণী  লেখকদের কথা তুলে ধরা হয়েছে। এই অপশনটি ভবিষ্যতে আরো তথ্য সমৃদ্ধি লাভ করবে বলে আশা করছি।
চতুর্থ অপশনটি হলো সাহিত্যিক যা এই সাইটের মূল বলা যেতে পারে। এখানে বাঙালি কবি ও লেখকদের সংক্ষিপ্ত পরিচয় ও তাঁদের প্রকাশিত গ্রন্থের তালিকা রয়েছে। যে সকল গ্রন্থের রিভিউ নোটও প্রকাশিত হয়েছে, সেগুলোকে যুক্ত করা হয়েছে। পঞ্চম অপশনস সকল রিভিউকে এক জায়গায় উপস্থাপন করা হয়েছে।
ষষ্ঠ অপসন নতুন লেখা অর্থাৎ সাম্প্রতিক সময়ে বেশ কিছু লেখকের কানাডিয়ান অভিজ্ঞতার আলোকে কানাডার বিভিন্ন প্রসঙ্গে রচনাসমূহ সংযোজিত হয়েছে। সংগৃহিত লেখাগুলো গত বিশ জুলাই কানাডা জার্নাল আয়োজিত সাহিত্য উৎসব উপলক্ষে সাপ্তাহিক  বাংলা মেইলে প্রকাশিত হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচনও করা হয়েছিল কানাডিয়ান তিনজন স্বনামধন্য লেখকের উপস্থিতিতে। এই সাহিত্য সংবাদের খবর মিলবে সপ্তম অপসন অর্থাৎ সংবাদ নামক শিরোনামে। 
কানাডা জার্নালের আটটি মূল অপশনস এর শেষ অপশনটি হলো যোগাযোগ যেখানে যে কেউ এই ওয়েব পেজ বা সাহিত্য প্রসঙ্গে প্রশ্ন অথবা কোনো কোয়েরি থাকলে নাম ঠিকানা লিখে কানাডা জার্নালের কতৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবেন ইমেইল আদান-প্রদানের মাধ্যমে।
পেজের নিচের সারিতে পাঁচটা অপশনস রয়েছে যা প্রাইভেসী পলিসি , টার্মস অফ উসে , ডিসক্লেইমার , কানাডীয়ান বেঙ্গলি রাইটার্স ও বাংলায় কানাডার বাঙালি লেখক টাইটেল নিয়ে অবস্থান নিয়েছে। এই অপশনস এর কানাডিয়ান রাইটার্স ক্লিক করে ইংরেজি ভার্সন পাবেন লেখকদের আর বাংলাটা পড়তে চাইলে কানাডার বাঙালি লেখক ক্লিক করলে আপনি একই পেজ প্রবেশ সুযোগ পাবেন।