জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেল লরিয়েট প্রফসর ড. মুহাম্মদ ইউনূসের নিউইয়র্ক আগমণ ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচী পালন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ও আওয়ামী লীগ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উভয় দলের পক্ষ থেকে পাল্টাপাল্টি কর্মসূচী পালন করা হয়। জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালের নিরাপদ দূরত্বে বিএনপি-আওয়ামী লীগের সমাবেশ হলেও বিএনপি’র নেতা-কর্মীদের মাঝে অপ্রত্যশিতভাবে ধাক্কা-ধাক্তি আর হাতাহতির ঘটনা ঘটে। উদ্ভুত পরিস্থিতে জেএফকে আর নিউইয়র্ক সিটি পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মূলত: সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে উভয় দলের সমাবেশ। খবর : ইউএনএ’র।
ড. মুহাম্মদ ইউনূসের নিউইয়র্ক আগমনকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপি জেএফকেতে স্বাগত সমাবেশ কররে। সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার দিনও বিএনপি জাতিসংঘ ভবনের সামনে স্বাগত সমাবেশ আয়োজন করবে বলে সংশ্লিস্টরা জানিয়েছেন। জেএফকে’র স্বাগত সমাবেশে বিএনপি’র সর্বস্তরের আড়াই শতাধিক নেতা-কর্মী যোগ দেন এবং নানা শ্লোগান দেন। দলীয় নেতা-কর্মীদের সাথে বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লু, বিএনপি’র চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, কেন্দ্রীয় যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইলিয়াস খান প্রমুখ অংশ নেন।
এছাড়াও যুক্তরাষ্ট্র বিএনপি’র উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে সাবেক সহ সভাপতি জামারল আহমেদ জনি, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কমাল পাশা বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া, বিএনপি নেতা এমলাক হোসেন ফয়সাল, আব্দুস সবুর, নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র আহবায়ক মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদ, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ)’র আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা এবং সদস্য-সচিব বদিউল আলম, উত্তরের আহবায়ক আহবাব চৌধুরী, সদস্য জাফর তালুকদার, স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুর খান হারুন, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু প্রমুখ নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
বিএনপি’র সমাবেশ চলাকালীন সময় দলীয় নেতা-কর্মীদের মধ্যে ধাক্কা-ধাক্কি আর হাতাহতির ঘটনা ঘটে। এব্যাপারে গিয়াস আহমেদ বলেন, ঘটনার সময় বৃষ্টি আসায় আর টার্মিনালের কন্সট্রাকশনের কাজ চলায় সেখানে স্থানাভাবের ফলে ধাক্কা-ধাক্কাধাক্কির ঘটা-না এক সময় হাতাহতিতে পরিণত হয়। অন্য কিছু নয়। জিল্লুর রহমান জিল্লু বলেন, দলীয় নেতা-কর্মীদের মধ্যে ধাক্কা-ধাক্তি আর হাতাহতির ঘটনা ঘটেছে সত্য, তা অন্য কোন কারণে নয়, সমাবেশে অধিক সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতির ফলে স্থান সংকট হওয়ায় অপ্রত্যাশিত ঘটনা ঘটে।
বিএনপি’র একটি সূত্রের দাবী লন্ডন প্রবাসী দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সমাবেশে যোগদান অনেকেই মেনে নিতে পারেনি বলেই ধাক্কা-ধাক্কি আর হাতাহতির ঘটনা ঘটেছে। কেননা, আনোয়ার হোসেন খোকন বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিএনপি’র ষ্টেট কমিটি গঠনের নামে ‘অর্থ বাণিজ্য’ করায় দলীয় নেতা-কর্মীদের নানা অভিযোগ রয়েছে। যেখানে এক যুগেরও বেশী সময় ধরে যুক্তরাষ্ট্র বিএনপি’র কোন কমিটি নেই, সেখানে আনোয়ার হোসেন খোকনের কর্মকান্ড দলের অনেক নেতা-কর্মী মেনে নিতে পারছেন না। যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রতিষ্ঠাতা সদস্যদের একাধিক নেতাও কেন্দ্রীয় নেতা খোকনের বিরুদ্ধে নানা অভিয়োগ তুলেন এবং তাকে কোন সহযোগিতা প্রদান করা হচ্ছে না বলেও জানান। অপরদিকে যুক্তরাষ্ট্র বিএনপি’র অপর একটি পক্ষের দাবী যেখানে ইউনূস সরকার সবেমাত্র দায়িত্ব নিয়েছেন, যেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, সেখানে এমন সভা-সমাবেশের কোন প্রয়োজন আছে কিনা তা দলকে ভেবে দেখতে হবে।
এদিকে বিএনপি’র কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন খোকন জেএফকে বিমানবন্দরের সমাবেশে এসে যোগ দিলে তাকে যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে সমাবেশ শেষে সোমবার রাতেই তারা খোকনের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
যুক্তরাষ্ট্র আ. লীগ : অপরদিকে ড. মুহাম্মদ ইউনূসের নিউইয়র্ক আগমনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জেএফকে-তে পাল্টা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে। ড. ইউনূস নেতৃত্ত্বাধীন সরকারকে ‘অবৈধ ও অনির্বাচিত সরকার’ দাবী করে এর প্রতিবাদে দলীয় নেতা-কর্মীরা বিভিন্ন শ্লোগান দেয়। তারা শেখ হাসিনার পক্ষেও নানা শ্লোগান দেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে দলের তিন শতাধিক নেতা-কর্মী এই সমাবেশে যোগ দেন বলে দলীয় সূত্রে দাবী করা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগ ড. ইউনূসের জাতিসংঘে ভাষণ দেয়ার দিনও একইভাবে জাতিসংঘ ভবনের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমাবেশে দলের উল্লেখযোগ্য নেতা-কর্মীর মধ্যে ড. প্রদীপ রঞ্জন কর, আব্দুর রহীম বাদশা, ফারুক আহমেদ (উপজেলা চেয়ারম্যান), সোলায়মান আলী, ফরিদ আলম, আব্দুল হামিদ, শাহানারা রহমান, হিন্দাল কাদের বাপ্পা, দরুদ মিয়া রনেল, তারিকুল হায়দার চৌধুরী, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, মহিলা লীগের সভাপতি মমতাজ শাহানাজ, যুবলীগ নেতা জামাল হোসেন, সেবুল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস স্থানীয় সময় সোমবার রাত সোয়া ১০টার দিকে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল-৮ এ পৌছার পর কড়া নিরাত্তায় সরাসরি হোটেলে চলে যান।