দেশে বিদেশে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যের অংশ দুর্গাপূজার প্রস্তুতি চলছে। বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উত্তর আমেরিকায় বাংলাদেশী হিন্দু সম্প্রদায়ের অনেক পূজার পরও এবার ঐতিহাসিক উদ্যোগ নিউইয়র্কের প্রাণ টাইম স্কয়ারে দুর্গোৎসব। এবারেই প্রথম ম্যানহাটনের হৃদয় টাইম স্কয়ারে বাংলাদেশী হিন্দু সম্প্রদায় শারদীয় দুর্গোৎসব পালন করবে বলে জানা যায়।
নিউইয়র্কভিত্তিক সংগঠন “বেঙ্গলী ক্লাব” ও বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে মহাসমারোহে দুর্গোৎসব-এর আয়োজন। আগামী ৫ ও ৬ অক্টোবর ২০২৪ ইং টাইম স্কয়ারে এই মহাযজ্ঞের মহা উৎসব। নিউইয়র্কে প্রথমবার টাইম স্কয়ারে দুর্গাপূজার খবরে কমিউনিটিতে আনন্দধারা বইছে। প্রবাসী বাংলাদেশী হিন্দু সম্প্রদায় ব্যাপকভাবে অংশগ্রহণ করবে বলে অনুমান করা হচ্ছে।
বেঙ্গলী ক্লাব ইউএসএ ও হিন্দু কমিউনিটি অব নিউইয়র্ক আয়োজিত শারদ উৎসবের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, চেয়ারম্যান-প্রদীপ সাহা, চিফ উপদেষ্টা-রতন তালুকদার,প্রেসিডেন্ট-শিতাংশু বিকাশ গুহ,কনভেনর-দীনেশ মজুমদার, ম্যানেজমেন্ট ও এডিটরিএল-দীপক দাস, কোঃকনভেনর তাপস সাহা, চিফ কর্ডিনেটর-আর পি দত্ত স্বপন, মেম্বার সেক্রেটারী- রণজিৎ সরকার, জয়েন্ট সেক্রেটারী-পল্লব সরকার প্রমুখ। বাঙ্গালীর ইতিহাসে গৌরবময় টাইমস স্কয়ার দুর্গাপুজা ২০২৪ উদযাপন কেন অন্যান্য দুর্গাপুজা উদযাপন থেকে আলাদা ? আপনি কেন এই গৌরবের অংশ হবেন।
আপনারা জানেন বাঙ্গালীর দুর্গাপূজা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। তারই ধারাবাহিকতায় প্রবাসী বাঙ্গালী হিন্দুদের ইতিহাসে এই প্রথম বাঙ্গালীর গৌরবের সব থেকে বড় উৎসব/ পুজা দুর্গাপুজা বিশ্ব আসরে কুলে ধরতে বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কের প্রান টাইমস স্কয়ারে টাইমস স্কয়ার দুর্গাপূজা ২০২৪ নামে দুর্গাপুজা উদযাপিত হচ্ছে।
টাইমস স্কয়ার দুর্গা পূজা উদযাপন বিভিন্ন উপায়ে অনন্য:
১. অবস্থান: টাইমস স্কোয়ার, বিশ্বের সবচেয়ে আইকনিক পাবলিক স্পেসগুলির মধ্যে একটি, বিশ্বের রাজধানী বলা হয় নিউইয়র্কে , টাইমস স্কয়ার সেই নিউইয়র্কের প্রান। টাইমস স্কয়ার দুর্গাপুজা ২০২৪ উদযাপনের আয়োজন করে, বিভিন্ন দেশের ধর্ম, বর্নের মানুষের মিলন মেলা টাইমস স্কয়ার। বাঙ্গালী এই গৌরবের সংস্কৃতি দুর্গপুজা উপভোগ করবে ও জানতে আগ্রহী হবে।
২. স্কেল: এটি ভারত ও বাংলাদেশের বাইরে সবচেয়ে বড় দুর্গাপূজা উদযাপনের একটি, যেখানে হাজার হাজার লোক অংশগ্রহণ করবে।
৩. কালচারাল ফিউশন: ইভেন্টটি ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতিকে আধুনিক, বৈশ্বিক প্রভাবের সাথে মিশ্রিত করে, বিভিন্ন পারফরম্যান্স প্রদর্শনের মাধ্যমে বাঙ্গালী সংস্কৃতি আরো সমৃদ্ধ করবে।
৪. আন্তঃধর্মীয় অংশগ্রহণ: বিভিন্ন ধর্ম ও পটভূমির লোকেরা একত্রিত হয়ে , একতা এবং অন্তর্ভুক্তি প্রচারে সহযোগীতা করবে ।*
৫. পাবলিক আর্ট: বড় আকারের স্থাপনা, ভাস্কর্য এবং অনুরুপ প্রতিমা টাইমস স্কোয়ারকে শোভিত করে, হিন্দু পুরাণকে প্রদর্শন আরো বেশি সমৃদ্ধ করবে।
৬. ফুড ফেস্টিভ্যাল: ঐতিহ্যবাহী বাঙালি খাবার, ভারতীয় রাস্তার খাবার, এবং আন্তর্জাতিক স্বাদগুলি পাওয়া যাবে।
৭. লাইভ মিউজিক এবং ড্যান্স: পারফরম্যান্সের পরিসীমা ঐতিহ্যবাহী বাঙালি লোক থেকে সমসাময়িক সঙ্গীত এবং নৃত্য পর্যন্ত প্রদর্শিত হবে।
৮। পরিবার-বন্ধুত্বপূর্ণ: ক্রিয়াকলাপ, কর্মশালা, এবং সংস্কৃতি মনা মানুষদের ও সম বয়সীদের মনকামনা পূরণ করবে।
৯. কমিউনিটি এনগেজমেন্ট: স্থানীয় ব্যবসা, শিল্পী এবং সংগঠন অংশগ্রহণ করে আরো বেশি সাংস্কৃতিক বিনিময়ে বাঙ্গালী সংস্কৃতি সমৃদ্ধ করবে।
১০. গ্লোবাল ব্রডকাস্ট: লাইভ স্ট্রিমিং এবং সোশ্যাল মিডিয়া কভারেজ বিশ্বব্যাপী প্রচারের মাধ্যমে বাঙ্গালীর এই ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী দুর্গাপুজা বৈশ্বিক পরিচিত লাভ করবে।
১১.বিশ্ব জননন্দিত স্থান: টাইমস স্কোয়ার বনাম ঐতিহ্যবাহী প্যান্ডেল (অস্থায়ী কাঠামো) আরো বেশি সমৃদ্ধ করবে।
১২.বিস্তৃত সাংস্কৃতিক পরিধি: বিভিন্ন পরিবেশনা, শিল্প এবং সংস্কৃতি বিশ্বমন্ডলে পরিচিতি লাভ করবে।
১৩.বৃহত্তর শ্রোতা: বাঙালি সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্য বিশ্ব আসরে স্থান করতে পারবে সহজে।
১৪. আধুনিক টুইস্ট: ফিউশন মিউজিক, সমসাময়িক নাচ এবং ডিজিটাল ডিসপ্লে টাইমস স্কয়ার দুর্গাপুজা কে আরো বেশি গুরুত্বপুর্ন সংস্কৃতি হিসাবে মুল্যায়িত হবে।
১৫. অন্তর্ভুক্তি: বিভিন্ন বিশ্বাস এবং পটভূমিকে এক সংগে আলিঙ্গন করার সুযোগ তৈরি হবে। আপনারা স্ববান্ধবে নিমন্ত্রিত।