মালয়েশিয়ার কেলানতান রাজ্যের জালান গুয়া মুসাং লোজিং এলাকায় সড়ক দুর্ঘটনায় নুরনবী (৩২) নামের এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন গুয়া মুসাং জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট সিক চুন ফু। দেশটির অনলাইন পোর্টাল হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে চুন ফু বলেন, বৃহস্পতিবার ভোরে নুরনবী পাহাংয়ের ক্যামেরন হাইল্যান্ডসের ব্লু ভ্যালি থেকে গুয়া মুসাংয়ের দিকে যাচ্ছিলেন। পথে তার পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে লোহার ব্যারিয়ারে ধাক্কা লেগে রাস্তার বাম দিকে ঘুরে যায়।
এ সময় নিজেকে বাঁচাতে পিকআপ থেকে লাফিয়ে পড়ে মাথায় গুরুতর আঘাত পান নুরনবী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য গুয়া মুসাং হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১(১) ধারায় এ বিষয়ে মামলার তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশপ্রধান।