কানাডায় কবি আসাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালন

ডেস্ক রিপোর্ট
  ০৬ অক্টোবর ২০২৪, ১৩:৫৬

কানাডায় শ্রদ্ধায় ও স্মরণে প্রখ্যাত কবি আসাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম মিলনায়তনে আলোচনা সভা, আবৃত্তি ও গান পরিবেশনা করা হয়েছে।
হিমাদ্রি রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন এনায়েত করিম বাবুল, আমিনুল ইসলাম খোকন, মনিস রফিক, শেখ শাহনওয়াজ, বিদ্যুৎ সরকার, আহমেদ হোসেন, মৈত্রী দেবী, কবির মেয়ে শাওলী ও কবির ছেলে আসিফ চৌধুরীসহ অনেকে। 
বক্তারা কবি আসাদ চৌধুরীর কবিতা এবং তার দীর্ঘ সাংস্কৃতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় কবির মেয়ে শাওলীর মর্মস্পর্শী স্মৃতিচারণে সবাই আবেগে আপ্লুত হয়ে পড়েন।
উল্লেখ্য, গত বছরের ৫ অক্টোবর ক্যান্সারে আক্রান্ত হয়ে কবি আসাদ চৌধুরী কানাডার অটোয়ার একটি হাসপাতালে মারা যান। এরপর তার মরদেহ পিকারিংয়ে সমাহিত করা হয়।
রাত ১২টা এক মিনিটে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে সভা শেষ করা হয়।