বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার হেলথ ফেয়ার

ডেস্ক রিপোর্ট
  ০৮ অক্টোবর ২০২৪, ১৯:২৩

যুক্তরাষ্ট্রের  নিউইয়র্কে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার উদ্যোগে হেলথ ফেয়ার ও সাংস্কৃতিক ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। 
৫ অক্টোবর শনিবার জ্যামাইকার মেরি লুই একাডেমিতে এই ফেয়ার অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশি-আমেরিকান স্বনামধন্য চিকিৎসকরা বিভিন্ন সংক্রামক রোগের বিষয়ে পরামর্শ দেন। 
সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. ইউসুফ আল মামুন বলেন, এই অনুষ্ঠানটা করা হয়েছে মূলত বিভিন্ন সংক্রামক রোগের বিষয়ে বাংলাদেশি-আমেরিকানদের সচেতন করার জন্য। যাতে মানুষ কোভিড ভ্যাকসিন, নিমোনিয়া ভ্যাকসিন, ফ্লু ভ্যাকসিনসহ বিভিন্ন ভ্যাকসিন নিয়ে সংক্রামক রোগ থেকে সুস্থ থাকতে পারে। 


তিনি বলেন, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের একটা প্রজেক্ট সুপারিশ করে যে ৬৫ বছর বা তার বেশি বয়স্কদের একটি নিউমোকোকাল কনজুগেট ভ্যাকসিন গ্রহণ করা উচিৎ। ১৯-৬৪ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের কিছু নির্দিষ্ট চিকিৎসা শর্ত বা ঝুঁকির কারণগুলিও একটি নিউমোকোকাল কনজুগেট ভ্যাকসিন গ্রহণ করা উচিত।
ডা. মো. ইউসুফ আল মামুন বলেন, কিছু ব্যতিক্রমসহ ৬ মাস বা তার বেশি বয়সী প্রত্যেকেরই প্রতি মৌসুমে ফ্লু ভ্যাকসিন নেওয়া উচিত। যাদের ইনফ্লুয়েঞ্জা থেকে গুরুতর জটিলতার ঝুঁকি বেশি তাদের জন্য টিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, মানুষ যাতে স্বাস্থ্যের এসব তথ্য সহজে বুঝতে পারে তাই আমরা এই অনুষ্ঠান আমাদের নিজস্ব সংস্কৃতি ও ভাষায় করেছি। 
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডা. বশির আহমেদ, ট্রেজারার আহমেদ মোর্শেদ, সোশ্যাল এন্ড কালচারাল সেক্রেটারি ফেরদৌসী শিল্পী প্রমুখ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক সন্ধ্যা। এতে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা সঙ্গীত পরিবেশন করেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা হলো বাংলাদেশি-আমেরিকানদের দ্বারা পরিচালিত একটি সংগঠন। এটি ডাক্তারদের বিভিন্ন একাডেমিক অনুষ্ঠান, গেট টুগেদার, চ্যারিটি অনুষ্ঠান আয়োজন করে৷ পাশাপাশি কমিউনিটির সচেতনতার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। করোনা মহামারীর সময় সংগঠনটি মানুষদের সচেতন করার জন্য টিভি ও পত্র-পত্রিকায় বিভিন্ন পরামর্শ প্রচার করেছে।