৩৯ তম ফোবানার আসর মন্ট্রিয়লে

ডেস্ক রিপোর্ট
  ১৩ অক্টোবর ২০২৪, ১৪:১৮

আগামীবছর  মন্ট্রিয়লে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের বৃহত্তম উৎসব ফোবানার ৩৯ তম সম্মেলন। স্বাগতিক সংগঠন হিসেবে এর আয়োজনে থাকছে কানাডা-বাংলাদেশ সলিডারিটি ( সিবিএস )। এবছর যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত ৩৮ তম ফোবানা থেকে আগামী সম্মেলনের জন্যে সিবিএস’কে নির্বাচিত করা হয়েছে।
৬ অক্টোবর রোববার সন্ধ্যায় মন্ট্রিয়লের ক্যাফে রয়াল রেস্টুরেন্টে এ উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আনুষ্ঠানিকভাবে সিবিএস’র সভাপতি  জিয়াউল হক জিয়াকে কনভেনর ও সাংবাদিক ইকবাল কবিরকে ৩৯ তম ফোবানার মেম্বার সেক্রেটারি হিসেবে ঘোষনা দেয়া হয়। যুক্তরাষ্ট্র থেকে আগত ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান এই ঘোষনা প্রদান করেন।  এছাড়া সম্মেলনের আরো চারটি বিশেষ পদে দায়িত্বপ্রাপ্তদেরও নাম ঘোষনা করা হয়। তাঁরা হলেন, চীফ কো-অর্ডিনেটর আবুল হোসেন দুলাল, চীফ কন্সালট্যান্ট শামসাদ রানা, চীফ এডমিনিস্ট্রেটর রাসেল মীর্জা ও ট্রেজারার বজলুর রশীদ বেপারী।
এসময় যুক্তরাষ্ট্র থেকে আগত ফোবানা স্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি নেহাল রহিম সহ মন্ট্রিয়লের সামাজিক, সাংষ্কৃতিক এবং কমিউনিটির অন্যান্য সংগঠন ও দলের নেতৃবর্গ উপস্থিত ছিলেন। সভায় ফোবানা স্টিয়ারিং কমিটির দুই কর্মকর্তা, নব নির্বাচিত কনভেনর, মেম্বার সেক্রেটারি ও আরো অনেকে আগামী সম্মেলনকে সর্বাত্মক সফল করে তোলার ব্যাপারে পরামর্শ ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। 
বিশিষ্ট শিল্পী তপন চৌধুরীর সাথে সমবেত সকলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সভার কাজ শুরু করা হয়। সভা পরিচালনা করেন শামসাদ রানা। সবশেষে নৈশভোজে আপ্যায়িত করা হয় সকলকে।
ফোবানার রীতি অনুযায়ী আগামীবছরও বরাবরের মতোই কানাডা-আমেরিকার ‘লেবার ডে‘ লং উইকেন্ড ২৯, ৩০, ৩১ আগস্ট মন্ট্রিয়লে ফোবানা কনভেনশন ২০২৫ অনুষ্ঠিত হবে। চলতি বছর ছাড়া পরপর বিগত দুটি বছরও মন্ট্রিয়লে ফোবানার জমজমাট আসর বসেছিল।
উল্লেখ্য, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত বাংলাদেশি সংগঠনগুলোর ছাতা সংগঠন হিসেবে কাজ করেছে। তখন একেকবছর একেক শহরে সম্মিলিতভাবে একটি সম্মেলনই হতো। পরবর্তীতে নেতৃত্ব ও দলীয় বিভাজনের কারণে এটি আর এককভাবে সম্মেলন করার গৌরব ধরে রাখতে পারেনি। এখন ফোবানার নামে উত্তর আমেরিকার বিভিন্ন স্থানে একই সাথে একাধিক সম্মেলন হয়ে থাকে। যদিও এই সম্মেলনকে কেন্দ্র করে এখনও বাংলাদেশিদের সর্ববৃহৎ মিলনমেলা হয়।