বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে বাংলাদেশ সোসাইটি’র নির্বাচনে সেলিম-আলী পরিষদের নির্বাচনী শো অনুষ্ঠিত হল গুলশান ট্যারেসে। ২০ অক্টোবর রোববার রাতে ব্যাপক লোক সমাগমে সমাবেশস্থলে এক ধরণের উৎসবের আমেজ বিরাজ করে।
সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাহ নেওয়াজের সভাপতিত্বে ও সদস্য সচিব তোফায়েল আহমেদের পরিচালনায় নির্বাচনী সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন। নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু।
সমাবেশের সভাপতি, সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও আজকাল সম্পাদক শাহ নেওয়াজ বলেন, সেলিম-আলী পরিষদের প্রত্যেক প্রার্থী কমিউনিটির মানুষের কাছে পরীক্ষিত। তাদের দ্বারা কমিউনিটির স্বার্থে কাজ করা সম্ভব। তারা প্রত্যেকেই সেই যোগ্যতা রাখেন। তাই আমি আশা করব সেলিম-আলী পরিষদের সবাইকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে বাংলাদেশ কমিউনিটির উন্নয়নে কাজ সুযোগ করে দেওয়া হবে। কমিউনিটির সবার কাছে আমি সেই আহবান জানাচ্ছি।
সেলিম-আলী পরিষদের সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম আবারও বলেন, ২৭ তারিখ কেন্দ্রে গিয়ে আমাদের ভোট দিন, আপনারা আমাদেরকে একটি দিন সময় দিন, আমরা আগামী দুই বছর আপনাদের সেবায় আত্মনিয়োগ করব।
সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী বলেন, ৫৮৯ টি অবৈধ ভোটারকে ভোটার লিস্টে রাখা হয়েছে। সেই ভোটার লিস্ট অনুমোদন করেছে বাংলাদেশ সোসাইটির বর্তমান কার্যকরী কমিটি। এটা বাংলাদেশ সোসাইটির ইতিহাসে একটি কলংকজনক অধ্যায় হয়ে থাকবে। তবে অবৈধ ভোটার নিয়েও আমাদের জয় ঠেকানো যাবেনা ইনশাআল্লাহ। আমাদের পক্ষে আজ জনজোয়ার পরিলক্ষিত হচ্ছে।
নির্বাচনী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, প্রধান অতিথি, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু,নির্বাচনী কমিটির উপদেষ্টা ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন,নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সম্নবয়কারী আজহারুল হক মিলন,বাংলাদেশ সোসাইটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম হালাদার, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির সাবেক সদস্য আলী ইমাম শিকদার , জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, হাসান মাহমুদ সুজন, মকবুল রহিম, লুৎফর রহমান বাবু, আবু নাসের,আবু খায়ের আজাদ, ফিরোজ উল ইসলাম পাটোয়ারী,সদরুল আমিন, কাজী বোরহান, আব্দুর রউফ, ফখরুল ইসলাম দেলোয়ার, এবিএম ওসমান গণি, মোজাহিদুল ইসলাম, জনাব শামসুদ্দিন, ফারুক মজুমদার, হাফিজুর রহমান, আব্দুর রউফ, জুনায়েদ আহমেদ চৌধুরী, ইউনুস সরকার,মাহবুবুল আলম, আহসান হাবিব, এসএম ফেরদৌস, মনজুর চৌধুরী, লায়ন নূরুল আজিম, লায়ন আহসান হাবিব, আখতার হোসেন প্রমুখ।
সেলিম-আলী পরিষদের সদস্য সচিব তোফায়েল আহমেদকে সমাবেশ পরিচালনায় সহায়তা করেন মিঠু হায়দার, রেজা আব্দুল্লাহ, মামুন নিয়াজি, রেজাউল আলম অপু।
সমাবেশের বিশেষ আকর্ষণ ছিল সেলিম-আলী পরিষদের সবাইকে পরিচয় করিয়ে দেওয়া। প্রার্থীদের নাম ঘোষণার সাথে সাথে সমাবেশে আগত সবাই করতালি দিয়ে তাদের স্বাগত জানান। উপস্থিত সবাই নিজ প্যানেলের সকল প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার দৃপ্ত শপথ নেন।
এর আগে সমাবেশের শুরুতে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। আর সবাই তখন দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন।
এছাড়া সমাবেশে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ করা হয়।
সমাবেশ শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।