গ্রিসে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ রাষ্ট্রদূতের

ডেস্ক রিপোর্ট
  ২৩ অক্টোবর ২০২৪, ১৪:১৪

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে গ্রিস প্রবাসীদের আহবান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদ রহমান সুমনা। "থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ" এ স্লোগানকে সামনে রেখে প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহী করতে বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে 'রেমিট্যান্স উৎসব' কর্মসূচি গ্রহণ করেছে দূতাবাস। এরই ধারাবাহিকতায় ২২ অক্টোবর মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে এথেন্সের পাথিশিয়ন এলাকার 'তাজ মহল' ট্রাভেল এন্ড মানি ট্রান্সফার এজেন্সি পরিদর্শনে যান রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।  সঙ্গে ছিলেন দূতাবাসের কাউন্সিলর (শ্রম) বিশ্বজিৎ কুমার পাল ও দ্বিতীয় সচিব রাবেয়া বেগম। 
এ সময় তাদেরকে স্বাগত জানান প্রতিষ্ঠানের কর্ণধার বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সম্পাদক এইচ এম জাহিদ ইসলাম।  
রাষ্ট্রদূতের উপস্থিতিতে বৈধভাবে রেমিট্যান্স প্রেরণকারীদের নিয়ে এক লটারীর আয়োজন করে 'তাজ মহল' মানি ট্রান্সফার এজেন্সি। লটারীর মাধ্যমে ৮ জন প্রবাসীকে পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশে আসা-যাওয়ার টিকেট, দামী স্মার্ট ফোনসহ আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।  এতে অনেক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত উপস্থিত প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিয়ে বলেন, বর্তমানে বাংলাদেশের অর্থনীতি প্রবাসীদের আয়ের উপর নির্ভর করে। প্রবাসীদের সাপোর্টেই দেশ এগিয়ে যাচ্ছে। তাই বৈধ পথে রেমিট্যান্স প্রেরণকারী সকল প্রবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।