২৬ অক্টোবর বিকাল ৪.৩০ মিনিটে টরণ্টো বাংলা টাউনে সকল প্রকার বুলিং এবং সামাজিক মাধ্যমে ঘৃণা ছড়ানোর প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহনকারীরা বুলিং এর বিরুদ্ধে নানা ধরনের পোস্টার নিয়ে অংশ নেন। অংশগ্রহনকারীদের পক্ষ থেকে মনির জামান রাজু ঘোষনা পত্র পাঠ করেন এবং ভবিষয়তেও বুলিং বিরোধী কার্যক্রম অব্যহত রাখার ঘোষনা দেন।
ঘোষণায় বলা হয় -
"আমরা সবাই জানি বুলিং এবং ঘৃণা ছড়ানো একটা সামাজিক ব্যাধি। কানাডিয়ান সমাজে ও মানবিক দৃষ্টিতেও তা আইনত অপরাধ। তা সত্বেও আমরা লক্ষ করছি কতিপয় ব্যক্তি সামাজিক মাধ্যমে বুলিং এবং ঘৃণা ছড়িয়ে চলেছেন। রাজনীতি,ধর্ম, লিঙ্গ, বর্ণ নানা ক্ষেত্রে বুলিং লক্ষ করা যাচ্ছে। আমরা এই সমাবেশ থেকে সকল প্রকার বুলিং এবং ঘৃণা ছড়ানোর তীব্র নিন্দা জানাই এবং সমাজের সকল সচেতন মানুষকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহ্বান জানাই।
বুলিং ব্যক্তিগত পর্যায়ে কিংবা সামাজিক মাধ্যমে যা সকল বয়সের লোকজনকে আক্রান্ত করে, যার ফলে মানসিক অবসাদ সহ নানা পরিণতি হতে পারে এমন কি আত্মহত্যার প্রবণতাও দেখা দিতে পারে।
আমাদের আজকের এই সমাবেশ থেকে সকলের প্রতি আহ্বান জানাই,, আসুন সবাই মিলে সকল প্রকার বুলিংকে না বলি। পারস্পরিক সম্মান বজায় রেখে একে অপরের সাথে যুক্তি এবং সম্মানের সম্পর্ক গড়ে তুলি।"