জনপ্রিয় রিয়েলিটি শো ‘আমেরিকান আইডল’-এর ২৩তম সিজনে বিজয়ীর মুকুট উঠেছে জামাল রবার্টসের মাথায়। রবিবার (১৮ মে) রাতে অনুষ্ঠিত জমকালো গ্র্যান্ড ফিনালেতে এই ঘোষণা দেন উপস্থাপক রায়ান সিক্রেস্ট।
তিনি জানান, এবারের আসরের ফাইনাল ছিল শোয়ের ইতিহাসে সবচেয়ে বেশি ভোটপ্রাপ্ত।
চূড়ান্ত পর্বে জামালকে টেক্কা দিতে হাজির হয়েছিলেন ব্রেয়ানা নিক্স ও জন ফস্টার। তবে সবার মন জয় করে প্রথম স্থান অধিকার করেন জামাল। দ্বিতীয় হন জন ফস্টার, তৃতীয় ব্রেয়ানা নিক্স।
বিজয়ী ঘোষণার পর মঞ্চে অ্যান্থনি হ্যামিল্টনের বিখ্যাত গান ‘হার হার্ট’ গেয়ে উপস্থিত দর্শকদের আবেগে ভাসিয়ে দেন জামাল।
কে এই জামাল রবার্টস?
জামাল পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক। তিনি আমেরিকার মিসিসিপিতে বসবাস করেন। প্রতিযোগিতার শুরুতেই রিক জেমসের বিখ্যাত ‘ম্যারি জেন’ গান পরিবেশন করে বিচারকদের নজর কাড়েন তিনি।
সেমিফাইনালের পরই বিচারক লুক ব্রায়ান মন্তব্য করেছিলেন, জামালের মধ্যে রয়েছে একজন বিজয়ীর সকল বৈশিষ্ট্য। তবে তিনি সতর্ক করে দিয়েছিলেন, ফোকাস হারালে মুহূর্তেই সব বদলে যেতে পারে। সংগীত জগতে প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হয়। জামাল ফোকাস হারাননি, নিজেও হারেননি। জয়ী হয়েছেন চূড়ান্ত মঞ্চে।
বিচারক লায়নেল রিচি জামালের প্রশংসা করে বলেন, ‘তোমার কণ্ঠে যে গল্প বলার শক্তি আছে, সেটাই অনন্য। তুমি নিজেকে উজাড় করে দিয়েছো।’
লুক ব্রায়ান বলেন, ‘তোমার গানে ছিল দক্ষিণের প্রবল প্রতিনিধিত্ব। নিখুঁত না হলেও হৃদয় থেকে গাওয়া। সেটাই স্পেশাল।’
ক্যারি আন্ডারউড বলেন, ‘তোমার কণ্ঠ অসাধারণ। তবে তোমার শরীরী ভাষায় আরেকটু আত্মবিশ্বাস দরকার।’
তবে তিন বিচারকের কাছ থেকেই ‘হ্যাঁ’ পান জামাল। সেখান থেকেই শুরু হয় তার বিজয়ের পথচলা।