একসময় যিনি ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, সেই মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস আর বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই।
সোমবার (৭ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, বিল গেটসের মোট সম্পদ পুনঃগণনার পর দেখা গেছে, তিনি এখন ধনীদের তালিকায় ১২তম অবস্থানে নেমে গেছেন।
এই পতনের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে তার বিস্তৃত দান-অনুদান এবং জনহিতকর কাজে ব্যয়। ব্লেুমবার্গের ‘বিলিয়নিয়ার ইনডেক্স’ অনুযায়ী, বিল গেটসের সম্পদ বর্তমানে ১২ হাজার ৪০০ কোটি ডলারে এসে দাঁড়িয়েছে, যেখানে আগের হিসাব অনুযায়ী তা ছিল ১৭ হাজার ৫০০ কোটি ডলার।
অর্থাৎ, তার সম্পদ কমেছে ৫ হাজার ১০০ কোটি ডলার। গেটসের এই আর্থিক পতনের পেছনে অন্যতম কারণ তার প্রতিষ্ঠিত গেটস-মেলিন্ডা ফাউন্ডেশন এর মাধ্যমে কোটি কোটি ডলারের দান, বিশেষ করে স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তি ও করোনা টিকা গবেষণায় তার ব্যাপক অবদান।