যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন যুদ্ধ নিয়ে সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনের নগর এলাকায় ভারি গোলাবর্ষণ করতে পারে। এটার মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক হতাহতের শিকার হওয়া সেনাবাহিনীর ক্ষতি কমাতে চায় তারা। ব্রিটিশ গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, খারকিভ, চেহেরনিহিভ এবং মারিউপোলসহ রুশ সেনারা ইউক্রেনের কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখলের চেষ্টা অব্যাহত রেখেছে। মনোবল কমে যাওয়া রুশ সেনাদের ক্ষতি এড়াতে সরাসরি বড় ধরনের যুদ্ধে অবতীর্ণ হওয়ার থেকে বিমান এবং গোলাবর্ষণে নজর দিচ্ছে রুশ বাহিনী।
উল্লেখ্য, যুদ্ধের এক মাসের কিছু বেশি সময় পর রাশিয়ার সেনাবাহিনীর একজন শীর্ষ জেনারেল ইউক্রেনে তাদের সামরিক কৌশল প্রকাশ করেছে।
রাশিয়ার সেনাবাহিনীর এক নম্বর উপ প্রধান কর্নেল জেনারেল সের্গেই রুদস্কয় বলেছেন, ইউক্রেনে রাশিয়ার প্রথম পর্বের সামরিক পরিকল্পনা শেষ হয়েছে। এখন তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু হবে পূর্ব ইউক্রেন। সিএনএনের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত এটাই জনসম্মুখে ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ সেনাবাহিনীর খোলা মন্তব্য।