মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

বাড়লো ডলার-বিটকয়েনের দাম

আন্তর্জাতিক ডেস্ক
  ০৬ নভেম্বর ২০২৪, ২২:০৩

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এরই মধ্যে নিজেকে জয়ী ঘোষণা করেছেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতে প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল ভোট। যার মধ্যে ট্রাম্প এখন পর্যন্ত ২৬৭টি নিশ্চিত করেছেন।
এদিকে ট্রাম্পের এমন জয়জয়কার অবস্থার মধ্যেই মার্কিন ডলারের মূল্য বেড়ে গেছে। শুধু ডলার নয়, দাম বেড়েছ বিটকয়েনেরও।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে ডলারের দাম এক দশমিক ৫ শতাংশ। এর মধ্যে রয়েছে পাউন্ড, ইউরো ও জাপানের ইয়েন।
তাছাড়া বিটকয়েনের দাম ছয় হাজার ডলার বেড়ে রেকর্ড ৭৫ হাজার ৩৭১ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে।
নির্বাচনের ফলাফলের পূর্বাভাসে বিশ্বজুড়ে শেয়ারবাজারে উত্থান দেখা গেছে। বুধবার সকালে জাপান ও অস্ট্রেলিয়ার বেঞ্চমার্ক শেয়ার সূচকগুলো ঊর্ধ্বমুখী ছিল।