ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত, মন্ত্রিসভায় রদবদল

আন্তর্জাতিক ডেস্ক
  ০৬ নভেম্বর ২০২৪, ২২:২৮

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রদবদল আনা হয়েছে মন্ত্রিসভায়ও। গ্যালান্টের জায়গায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আর কাটজের স্থলাভিষিক্ত হয়েছেন গিডিওন সার, যিনি এখন নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
সম্প্রতি গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলি রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। গাজায় যুদ্ধ বন্ধ এবং সেখানে আটকে থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তির বিষয়ে আপসের আহ্বান জানানোর পরই গ্যালান্টের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্কের অবনতি ঘটে।
মঙ্গলবার (৫ নভেম্বর) নেতানিয়াহুর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, কয়েক মাস ধরে বিশ্বাসের ঘাটতি দেখা দেওয়ায় আজ আমি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব থেকে গ্যালান্টকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
সাম্প্রতিক এই পদক্ষেপটি এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রে প্রেসেডন্ট নির্বাচন চলছে, যা ইসরায়েলের প্রধান সামরিক মিত্র বলে পরিচিত। গ্যালান্ট বরখাস্ত হওয়ার পর এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা তার জীবনের ‘অবিচল লক্ষ্য’ হিসেবে থাকবে।
গত বছর ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে ১ হাজার ২০৬ জন নিহত হন। এরপর থেকেই গাজায় বর্বরোচিত গণহত্যা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। এতে এখন পর্যন্ত ৪৩ হাজার ৩৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা।