এএফপির সাক্ষাৎকারে ড. ইউনূস

সংস্কারের গতিই ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে

আন্তর্জাতিক ডেস্ক
  ১৪ নভেম্বর ২০২৪, ১৪:৪৪

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর দেশে নির্বাচন দেওয়ার আগে অবশ্যই সংস্কার করা প্রয়োজন। আর এই সংস্কারের গতিই বলে দেবে দেশে নির্বাচন কত দ্রুত হবে। বুধবার (১৩ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে এই কথা বলেছেন তিনি।
আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ২৯) আলোচনার ফাঁকে এএফপিকে সাক্ষাৎকার দেন ড. ইউনূস। বাংলাদেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাবেন বলে জোর দিয়েছেন তিনি। ড.ইউনূস বলেন, এটি একটি প্রতিশ্রুতি যা আমরা দিয়েছিলাম। আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই দেশে নির্বাচন হবে এবং নির্বাচিত ব্যক্তিরাই দেশ পরিচালনা করতে পারবেন।
তিনি বলেন, দেশে সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার, জাতীয় সংসদ ও নির্বাচনি বিধিমালার কাঠামোর বিষয়ে দেশে দ্রুত ঐকমত্য দরকার।
সরকারের মেয়াদ নিয়ে ড. ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার। তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত।
আগস্টে ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ড. ইউনূস। তবে শেখ হাসিনার পতনের পর থেকেই দেশে অস্থিতিশীলতা বিরাজ করছে।
ড.ইউনূস বলেন, যে কোনও সরকারই স্থিতিশীলতার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হবে। আমরাও উদ্বিগ্ন।
বিপ্লবের পর মাত্র তিন মাস পেরিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা আশা করছি এর সমাধান করতে এবং একটি শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসতে পারব।