২০২৪ সালে শতাধিক বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
  ১৭ নভেম্বর ২০২৪, ২২:২৪

চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে সৌদি আরব শতাধিক বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। রোববার (১৭ নভেম্বর) সংবাদমাধ্যম এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
চলতি বছরে পাওয়া তথ্য অনুযায়ী দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের হার অনেক বেশি বেড়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনাকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করেছে।
সবশেষ শনিবার সৌদির নাজরান অঞ্চলে এক ইয়েমেনি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকার করা হয়েছে। মাদক চোরাচালানের অভিযুক্ত হন ওই ব্যক্তি।
ফলে ২০২৪ সালে মোট ১০১ জন বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করলো মধ্যপ্রাচ্যের দেশটি।
এএফপির পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ ও ২০২৩ সালের তুলনায় সৌদিতে বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর বেড়ে তিনগুণ হয়েছে।
বার্লিনভিত্তিক ইউরোপীয়-সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর) বলেছে, এই বছরের মৃত্যুদণ্ড এরই মধ্যে রেকর্ড ভেঙেছে।
সংগঠনটির পরিচালক তাহা আল-হাজ্জী বলেছেন, এক বছরে সৌদিতে এটাই সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যুদণ্ডের খবর। কারণ সৌদির ইতিহাসে এক বছরে কখনই এত বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।